টিকিট বন্টন বিতর্কঃ সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল বৈঠকে প্রশ্ন তুললেন প্রিন্সিপাল অডিটর জেনারেল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফের সিএবির টিকিট বন্টন নিয়ে প্রশ্ন তুললেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ। বৃহস্পতিবার সন্ধ‍্যায় সিএবির অ‍্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে হাজির ছিলেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ। এই বৈঠকেই সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও। তিনি এই মুহূর্তে সিএবির কোনও পদে নেই। তবে এদিনের এই অ‍্যাপেক্স কাউন্সিল বৈঠকে সৌরভকে যোগ দিতে দেখা যায়। জানা যায়, সৌরভ নাকি ইনভাইটি হিসেবে সভায় যোগ দিয়েছিলেন।

সিএবির একটি সূত্র থেকে জানা যায়, এদিনের সভায় সতীশ কুমার গর্গ টিকিট বন্টন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি সভায় জানতে চান, টিকিট নিয়ে কেন সভাপতির আলাদা কোটা আছে? কেনই বা সিএবি টিকিট কিনে বিভিন্ন ক্লাবদের বন্টন করে? বিভিন্ন বিষয়ের টেন্ডার নিয়েও খোঁছ খবর নেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই সব প্রশ্ন করে আগেই সিএবিকে চিঠি দিয়েছিল ক‍্যাগ। অতীতে সিএবি কর্তাদের উত্তরে তারা সন্তুষ্ঠ হতে পারেননি। এবার সিএবির অ‍্যাপেক্স কাউন্সিল বৈঠকে এসে সরাসরি প্রশ্ন করে জানতে চাওয়া হয়। অতীতে রাজ‍্য ক্রিকেটের নিয়ামক সংস্থার অ‍্যাপেক্স কাউন্সিল বৈঠকে প্রিন্সিপাল অডিটর জেনারেল হাজির থেকেছেন বলে জানা যাচ্ছে না। যদিও সংবাদ মাধ‍্যমকে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, পুরো ব‍্যাপারটা সম্পর্কে পরিস্কার করে ব‍্যাখ‍্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here