টাইব্রেকারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে এটিকে মোহনবাগান

0

◆সংক্ষিপ্ত স্কোর◆
◆মোহনবাগান: ০
◆হায়দরাবাদ এফসি: ০
◆পেনাল্টিতে ৪-৩ ব‍্যবধানে জয়ী এটিকে মোহনবাগান

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত বছর এই হায়দরাবাদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। এবার সেই হায়দরাবাদকে হারিয়ে এই মরসুমের আইএসএলের ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। এদিন নির্ধারিত সময়ে গোলশৃন‍্য ভাবে ম‍্যাচ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে পেনাল্টিতে ৪-৩ ব‍্যবধানে হায়দরাবাদকে হারিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। আগামী ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।

সেমিফাইনাল খেলতে নামার আগে ফুটবলারদের ক্লান্তি নিয়ে চিন্তায় ছিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু মাঠে নামতেই বাগান ফুটবলারদের অন‍্য চেহারা। শুরু থেকেই আক্রমণাত্মক। রে রে করে হায়দরাবাদের বক্সে আছড়ে পড়েছে আক্রমণ। তিন কাঠি ছুঁয়ে বল ফিরে আসছে। তাই দেখে সঞ্জীব গোয়েঙ্কাও নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দুই হাত কপালে ঠুকছে – একটা গোল, একটা জয়ের জন‍্য সঞ্জীব গোয়েঙ্কার এমন আবেগ আগে কখনও দেখা যায়নি। গোটা ম‍্যাচে সবুজ-মেরুন শিবির যে দাফটের সঙ্গে খেলেছে তাতে মোহনবাগান অন্তত তিন গোলে জিততেই পারত।

টাইব্রেকারেরর শেষ শটে গোল করার পর প্রীতম কোটাল

এদিন ম‍্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি বাগান ফুটবলাররা। ২৩ মিনিটে মনবীরের শট বারে লেগে ফিরে আসা বা আশিস রাইয়ের পাস থেকে বুমোসের গোল নষ্ট অথবা অতিরিক্ত সময়ের প্রথমার্ধে লিস্টন কোলাসোর গোল নষ্ট – এমন টুকরো টুকরো গোল নষ্টের নমুনা বাগানে ছিলই। পাশাপাশি হায়দরাবাদের নাইজেরীয় স্ট্রাইকার ওগবেচেকে জ্বলে ওঠার সুযোগই দেননি বাগান ডিফেন্ডাররা। সব মিলিয়ে টান টান উত্তেজনার ম‍্যাচ। পেনাল্টিতে এই ওগবেচের শট রুখে দিয়েছেন বিশাল কাইথ। পঞ্চম শট গোলে বল ঢেললেন প্রীতম কোটাল। সঙ্গে সঙ্গে যুবভারতীর গ‍্যালারিতে জ্বলে উঠল বাগান জনতার মোবাইলের আলো। শুরু হল উৎসব। অপেক্ষা আর একটি ম‍্যাচ। সেটা জিতলেই আসবে আইএসএল খেতাব, চতুর্থবারের জন‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here