ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২০ এপ্রিল : মোহনবাগানের নতুন সভাপতির নাম আজও ঘোষণা করা গেল না। বুধবার বিকেলে মোহনবাগানের নতুন কার্যকরি সমিতির দ্বিতীয় বৈঠক ছিল। দীর্ঘক্ষণ বৈঠকেও সভাপতির নাম বেছে নিতে পারেননি কর্তারা। বৈঠকের শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন,”আমরা খুব শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারব। একটু সময় লাগছে। তবে এক মাসের আগেই হয়ে যাবে।”
এদিন নতুন সভাপতি বেছে নিতে না পারলেও নতুন সহ সভাপতি বেছে নিয়েছেন কমিটির কর্তারা। মোট ৬ জনের সহসভাপতি পদে ইতিমধ্যে চার জন আছেন (মলয় ঘটক, অরূপ রায়, কুনাল ঘোষ এবং অসিত চ্যাটার্জি)। আজ বসু পরিবারে সৌমিক বসুকে (সৃঞ্জয় বসুর ছোট ভাই) সহসভাপতি করা হয়েছে। এই পদে এখনও একটি পদ খালি রইল। বসু পরিবারের পাশাপাপাশি মিত্র পরিবার থেকে সোহিনী মিত্রকে (প্রয়াত অঞ্জন মিত্রর কন্যা) কোঅপ্ট করে কমিটিতে আনা হল। একই সঙ্গে কাশীনাথ দাসকে কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে আনা হল।
তবে মাঠ সচিব পদ থেকে তন্ময় চ্যাটার্জির পদত্যাগ এবং পিন্টু বিশ্বাসের হঠাৎ মাঠ সচিব হওয়া নিয়ে কমিটির মধ্যেই মতপার্থক্য তৈরি হয়েছে। সচিব দেবাশিস দত্ত যখন বলে উঠলেন,”ব্যবসায়িক কারণে তন্ময় চ্যাটার্জি মাঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। তার জায়গায় আমরা পিন্টু বিশ্বাসকে নতুন মাঠ সচিব হিসেবে বেছে নেওয়া হয়েছে।” দেবাশিষবাবুর বক্তব্য শেষ করতে না দিয়ে পাশেই বসে থাকা মোহনবাগানের ফুটবল সচিব স্বপন (বাবুন) ব্যানার্জি সাংবাদিকদের বলতে থাকেন,”নতুন মাঠ সচিব নিয়ে আমার আপত্তি আছে। যার দুই বছর মোহনবাগান সদস্য কার্ড দুই বছর নবীকরণ হয়নি সে কি করে মাঠ সচিব হয়?”এই বক্তব্য শোনার পর স্বপন ব্যানার্জিকে থামিয়ে দিয়ে দেবাশিসবাবু বলতে থাকেন,”এখানে এই সব আলোচনা না করাই ভাল। কমিটিতে আলোচনা হবে।” পাশে বসে বসে থাকা সহসভাপতি কুনাল ঘোষ তখন বলতে থাকেন,”এটা এমন কোনও বিষয় নয়। সিনিয়র কর্তারা বসে নিজেদের মধ্যে কথা বলে নেবে।”
জানা যায়,এই পিন্টু বিশ্বাস নাকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নিকট আত্মীয় । কমিটির একাধিক সদস্য নাকি পিন্টু বিশ্বাসকে মাঠ সচিব হিসেবে মেনে নিতে পারেননি। জানা যায়, মাঠ সচিব হিসেবে কমিটির দুই সদস্য সন্দীপন ব্যানার্জি অথবা চিন্ময় চ্যাটার্জির নাম প্রস্তাব রাখেন স্বপন ব্যানার্জি। কিন্তু বৈঠকে মন্ত্রীর ভাগ্নে পিন্টুর নাম উঠে আসে।
এখন প্রশ্ন উঠছে, নতুন কমিটির মাত্র দুটি বৈঠক হল। এর মধ্যেই মাঠ সচিব পদ থেকে কেন পদত্যাগ করলেন তন্ময় চ্যাটার্জি? এই তন্ময় নাকি সহসভাপতি অসিত চ্যাটার্জির পুত্র। এদিনের কমিটির বৈঠকে আসেননি অসিতবাবু। ক্লাবেই প্রশ্ন উঠছে ক্রীড়ামন্ত্রীর নিকট আত্মীয় বলেই কি পিন্টু বিশ্বাসকে মাঠ সচিব পদ দেওয়া হল? তাঁর মনোনয়ন নিয়ে যেভাবে কমিটির মতান্তর প্রকাশ্যে এসে গেল তাতে ভবিষ্যতে এই সমস্যা বড় হয়ে দাঁড়াতে পারে। প্রসঙ্গত,আগামী ২৩ এপ্রিল মোহনবাগান ক্লাবে অ্যানোয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটে।