◆টিম বেঙ্গল◆
◆সংক্ষিপ্ত স্কোর◆
◆ঝাড়খণ্ড – ১৭৩ ও ২২১
◆বাংলা – ৩২৮ ও ৬৯/১
◆বাংলা ৯ উইকেটে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ ফেব্রুয়ারি : রনজি ট্রফির সেমিফাইনালে পৌঁছনোটা গতকালই কার্যত নিশ্চিত করে ফেলেছিল বাংলা। শুধু সময়ের অপেক্ষা ছিল। আজ,শুক্রবার ইডেনে ঝাড়খন্ডকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করল মনোজ তিওয়ারি – লক্ষ্মীরতন শুক্লার টিম বেঙ্গল।
মূলত বাংলা দলের বোলারদের দাপটে সওয়া তিন দিনেই ম্যাচ পকেটে পুড়ে নিল বাংলা। ঝাড়খন্ডকে প্রথম ইনিংসে ১৭৩ রানে শেষ করে দিয়েছিল বাংলা। জবাবে বাংলা প্রথম ইনিংসে করে ৩২৮ রান। দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অল আউট হয়ে যায় ঝাড়খন্ড। জয়ের জন্য মাত্র ৬৭ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে নেমে বাংলা এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ইনিংস মিলিয়ে আকাশ দীপ ৬ টা উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। দুই ইনিংস মিলিয়ে মুকেশ ৪টি, আকাশ ঘটক ৪টি উইকেট নিয়েছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি ইন্দোরে সেমিফাইনালে বাংলা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। এদিন অন্য রনজি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রনজি সেমিফাইনালে এই মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক হয়েই সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলা। অধিনায়ক মনোজ তিওয়ারি ম্যাচের শেষে বলছিলেন,”আগের বার আমাদের কিছু ভুল ছিল। সেই ভুল থেকেই শিক্ষা নিয়েছি। এবার আমাদের দলটা খুব ভাল ছন্দে আছে। আমরা সেরাটাই দেব।” কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,”আমাদের এখনই উৎসবে মাতার কোনও প্রশ্ন নেই। মনোজ আর আমি দলটাকে একটা ছন্দে আনার চেষ্টা করেছি। ছেলেরা খুব ভাল খেলছে। টিম স্পিরিট বজায় রাখার জন্য সাজঘরের পরিবেশ ইতিবাচক হওয়া খুব দরকার। সেই ইতিবাচক পরিবেশ আমাদের আছে। সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবার দরকার নেই। নিজেদের সেরাটা মাঠে দিতে পারলেই জয় পাওয়াটা সমস্যার হবে না।”
এদিন ম্যাচের শেষে মাঠের মধ্যে কোচ,অধিনায়কের সঙ্গে আলাদা মিটিং করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। পরে স্নেহাশিস জানান,”দল দারুন ভাল খেলছে। সেমিফাইনাল ম্যাচ অ্যাওয়ে হওয়ার জন্য কোনও সমস্যা হবে না। ছেলেরা যে ভাবে ধারাবাহিক ভাবে ভাল খেলে আসছে তাতে আমি আশাবাদী।”