ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ নভেম্বর : জয় দিয়ে আইএফএ শিল্ড শুরু করল রিয়েল কাশ্মীর। বুধবার, ইস্টবেঙ্গল মাঠে ইন্ডিয়ান আ্যারোসকে ৩-০ গোলে হারাল রিয়েল কাশ্মীর। গোলদাতা গঞ্জালেজ মুনোজ ও চন্দ্রকান্ত শিরোদকার, খানজেন তোহি সিং। দুটি গোলই প্রথমার্ধে হয়। তৃতীয় গোলটি হয় ম্যাচের শেষ মুহূর্তে।
ম্যাচের শুরুতে থেকেই কাশ্মীরের ফুটবলাররা বল দখলে রেখেছিলেন। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্ডিয়ান অ্যারোস। কিন্তু কোনও সময়ের জন্যই রিয়েল কাশ্মীরকে ছাপিয়ে যেতে পারেনি অ্যারোস। সাদামাঠা ম্যাচে কোনও দলই দাগ কাটতে পারেনি।
এদিকে,এদিন শিল্ডের উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই শিল্ডের রেপ্লিকা মাঠে রাখে আইএফএ। উল্লেখ্য, এবার চ্যাম্পিয়ন দলকে শিল্ডের রেপ্লিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।