জয় দিয়ে লিগ শুরু অমিত-প্রতাপদের YMSA

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তিন দিনেই জমজমাট কলকাতা ফুটবল লিগ। নিজের ছন্দে এগিয়ে চলেছে গড়ের মাঠের ফুটবল। কাদা মাঠ হোক বা শুকনো মাঠ, লিগের তিন দিনের মাথায় বৃষ্টি মাথায় নিয়েও বিভিন্ন মাঠে ফুটবল প্রেমীদের ঢল অব‍্যহত।

পিছিয়ে ছিলেন না ভারতের দুই প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও প্রতাপ ঘোষ। বুধবার পুলিশ মাঠে অন‍্য ভূমিকায় দেখা গেল অমিত ভদ্রকে। চাকরি থেকে অবসর নেওয়ার পর হরিনাভিতে নিজের পৈতৃক বাড়ি ফিরে গিয়েছেন অমিত। তারপর জেলার ফুটবলার তুলে আনার জন‍্য সোনারপুরের অখ‍্যাত YMSA ক্লাবের ফুটবল দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন ভারতের এই প্রাক্তন ফুটবলার। আজ দেখা গেল তারকার তকমা ছেড়ে ফেলে পুলিশের কাদা মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিয়ে গেলেন। বলা যেতে পারে অমিত ভদ্র নতুন ইনিংস শুরু করলেন।

ফুটবলারদের নির্দেশ দিচ্ছেন অমিত ভদ্র। বুধবার পুলিশ মাঠে

“আমারা এই দলটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আমাদের কোচ,ফুটবল সচিব,ক্লাব সচিব খুব ভাল কাজ করছেন। মূলত ওরাই দলটা তৈরি করেছে। আমরা ওদের সঙ্গে আছি। লক্ষ‍্য একটাই সুষ্ঠুভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর ইতিবাচক দিক হল,এবার বয়স ভিত্তিক লিগ। উঠতি ছেলেদের সামনে দারুন সুযোগ করে দিয়েছে আইএফএ। শুরুটা আমাদের জয় দিয়েই হল। আজ ম‍্যাচে যা ভুল করেছে পরের ম‍্যাচে শুধরে নিতে হবে। এভাবেই এগোতে হবে।” ম‍্যাচ জেতার পর ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন অমিত ভদ্র।

ম‍্যাচ শেষে ফুটবলার ও কোচের সঙ্গে অমিত ভদ্র। বুধবার পুলিশ মাঠে

তাঁর ও প্রতাপ ঘোষের দায়িত্বে থাকা সোনারপুর YMSA জয় দিয়ে লিগ অভিযান শুরু করল। তৃতীয় ডিভিশনের গ্রুপ-১ এর খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারাল সোনারপুর YMSA. জয়ী দলের হয়ে গোল করেছেন শঙ্কর শুভ্র হালদার ও আকাশ সাহা।

YMSA – গোলদাতা শঙ্কর শুভ্র হালদার ও আকাশ সাহা

তৃতীয় ডিভিশনে গ্রুপ – ১ এর অপর দুটি ম‍্যাচে সাউদার্ন অ‍্যাথলেটিক ক্লাব ৪-৩ গোলে হারাল আলিপুর এসসিকে। মনোহরপুকুর মিলন সমিতি ২-০ গোলে হারাল ব‍্যাতর স্পোর্টিং ক্লাবকে।

এদিন পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের ম‍্যাচে হ‍্যাটট্রিক করলেন মিরজাপুর ইউনিয়নের সুমন মুন্ডা (৪) ও শিবা মুন্ডা(৩)। মিরজাপুর আজ গোলের মালা পড়াল অরোরা এসিকে। মিরজাপুর ৯-০ গোলে হারাল অরোরাকে। একই ডিভিশনের খেলায় গার্ডেনরিচ ও ক‍্যালকাটা পার্সি ম‍্যাচ গোল শূন‍্যভাবে শেষ হয়। স্টার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় কালিঘাট মিলনী ক্লাবকে।

তারা ফ্রেন্ডসের গোলদাতা রাহুল সিং। হাইকোর্ট মাঠে

হাইকোর্ট মাঠে তারা ফ্রেন্ডস ১-০ গোলে হারাল সুভাষদীপ এসসিকে। তারা ফ্রেন্ডসের হয়ে জয়সূচক গোলটি করেছে বর্ধমানের ছেলে রাহুল সিং।

চতুর্থ ডিভিশনের গ্রুপ-২ এর খেলায় শ‍্যামবাজার ইউনাইটেড ক্লাব ২-০ গোলে হারাল দক্ষিণ কলকাতা সংসদকে। বাটা স্পোর্টস ২-১ গোলে হারিয়েছে যাদবপুর অগ্রগামীকে। ওয়াইএমসিএ (কলেজ) ১-০ গোলে হারায় জেফা যাদবপুর অ‍্যাসোসিয়েশনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here