জয় দিয়ে লিগ অভিযান শুরু করল মহমেডান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কল‍্যাণী,১৮ অগাস্ট : জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। বুধবার কল‍্যাণী স্টেডিয়ামে প্রতিপক্ষ সাদার্ন সমিতিকে ৩-০ গোলে হারাল মহমেডান স্পোর্টিং। গোলদাতা নিকোলা, সেখ ফৈয়াজ এবং আজহারউদ্দিন মল্লিক।

এদিনের ম‍্যাচে আক্রমণ,প্রতিআক্রমণের খেলা হলেও বল পজিশনে মহমেডান অনেকটাই এগিয়ে ছিল। প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় গোল করে মহমেডানকে এগিয়ে দেন নিকোলা। ৪০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সেখ ফৈয়াজ। ৮৪ মিনিটে আজহারউদ্দিন মল্লিক গোল করে মহমেডানকে ৩-০ গোলে জয় এনে দেন। ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মহমেডানের নিকোলা।

এদিন কলকাতা লিগের আরও দুটি ম‍্যাচ ছিল। হাওড়ায় মুখোমুখি হয়েছিল টালিগঞ্জ অগ্রগামী ও এরিয়ান। গোল শূন‍্য ভাবে ম‍্যাচ শেষ হয়েছে। ম‍্যাচের সেরা এরিয়ানের রাকেশ কর্মকার।

অন‍্যদিকে রবীন্দ্র সরোবরে বিএসএস ৩-১ গোলে হারিয়েছে রেলওয়ে এফসিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here