জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু মহমেডানের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৫ সেপ্টেম্বর, কলকাতা : জিতেই চলেছে মহমেডান স্পোর্টিং। কলকাতা লিগে পরপর দুই ম‍্যাচে জয় পেয়ে ভাল ছন্দে মহমেডানের ফুটবলাররা। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০ তম ডুরান্ড কাপ অভিযানের শুরুতেই অনায়াস জয় তুলে নিলেন সাদা-কালো শিবির।

এদিন ডুরান্ডের উদ্বোধনী ম‍্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৪-১ গোলে হারাল মহমেডান। গোলদাতা মিলন সিং, অরিজিৎ সিং, আজহারউদ্দিন মল্লিক ও মার্কোস জোসেফ।

ফুটবলে কিক করে ডুরান্ড কাপ উদ্বোধন করছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। রবিবার যুবভারতীতে

বহুদিন পর ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে বল গড়াল। রবিবার ১৩০ বছরের পুরানো এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মহমেডান স্পোর্টিং এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুরান্ড কাপের উদ্বোধন করেন। সেনাবাহিনীর ব্যান্ড এবং হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দেওয়া হয়। ফুটবলে কিক করে ডুরান্ডের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। তবে তিনি কোনও বক্তব‍্য রাখেননি। দুই দলের ফুটবলার ও রেফারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে ডুরান্ডের ম‍্যাচ দেখতে এদিন যুবভারতীতে উপস্থিত ছিলেন কিছু দর্শকও। প্রসঙ্গত উল্লেখ্য, এবার ডুরান্ডে খেলতে পারছে না মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here