◆বাংলা জুনিয়র কবাডি দল,পাটনায়◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত বছর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল বাংলা। এবার অতীত ভুলে সাফল্য পাওয়ার লক্ষ্যে বাংলার জুনিয়র গার্লস কবাডি দল। আজ,শুক্রবার পাটনার পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে গ্রুপ লিগের প্রথম ম্যাচে কর্ণাটককে ৩১-২৬ ব্যবধানে হারায় বাংলা।
গতকাল থেকে পাটনার এই পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে মেয়েদের ৪৮তম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আসর। বিভিন্ন রাজ্য দল এই প্রতিয়োগিতায় অংশ নিচ্ছে। আটটি পুলে তিনটি করে দল নিয়ে প্রতিযোগিতায় মোট দলের সংখ্যা ২৪টি। বাংলা আছে পুল সি-তে। এই গ্রুপে বাংলার সঙ্গে আছে কর্ণাটক ও চন্ডিগড়। বাংলার পরের ম্যাচ চন্ডিগড়ের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই বাংলা প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে।
মেয়েদের বাংলা জুনিয়র দলের কোচ দীপ্তি ভট্টাচার্য ভারতের প্রাক্তন অধিনায়ক। দুই দশকের বেশি খেলা থেকে অবসর নিয়েছেন। তারপরেই কোচিংয়ে চলে এসেছেন। কোচ দীপ্তি পাটনা থেকে ফোনে ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন, “প্রথম ম্যাচ জিতেছি। মেয়েরা চনমনে আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছি। আশা করছি দল ভাল কিছুই করবে।”
বাংলা দলকে উৎসাহ দিতে পাটনা পৌঁছে গিয়েছেন রাজ্য অ্যামেচার কবাডি সংস্থার সচিব পার্থসারথী গাঙ্গুলি। তিনি জানান,খেলোয়ার কোচ, সাপোর্ট স্টাফদের থাকা খাওয়া,অনুশীলনের কোনও সমস্যা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী ৪ সেপ্টেম্বর।