জয় দিয়ে কন‍্যাশ্রী কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

0

◆উদ্বোধনী ম‍্যাচের আগে ফুটবলারদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার ফুটবলে মহিলা ফুটবল লিগ শুরু করেছিলেন আইএফএ-এর প্রাক্তন সচিব প্রয়াত প্রদ‍্যোৎ দত্ত। সেই সময় মহিলা লিগের আগে ফুটবলারদের সই পর্বর শুভ সূচনা করেছিলেন আজকের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রদ‍্যোৎবাবুর জন‍্যই লিগ শুরুর আগে দলবদলের সময় প্রতীকী সই করেছিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রী প্রদ‍্যোৎ দত্তর কথা মেনে শুধু যে নিছকই প্রতীকী সই করেছিলেন তা নয়। তার বড় প্রমাণ হল, মহিলাদের নিয়ে জাঁকজমক ভাবে লিগ করতে আইএফএ-এর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, মহিলা ফুটবলারদের জন‍্য পুরুলিয়াতে ফুটবল অ‍্যাকাডেমিও করতে চলেছেন মমতার সরকার। বর্তমানে আইএফএ সচিব অনির্বান দত্ত হলেন প্রদ‍্যোৎ দত্তর জৈষ্ঠ পুত্র। তিনিও মহিলা ফুটবলের উন্নয়নের জন‍্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই মহিলাদের নিয়ে শুরু হয়ে গেল কন‍্যাশ্রী কাপ।

এদিন জয় দিয়ে কন‍্যাশ্রী কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। একটি করে গোল করেছেন সুরঞ্জনা রাউল ও মৌসুমী মুর্মু।

ইস্টবেঙ্গলের দুই গোলদাতা সুরঞ্জনা ও মৌসুমী

এদিন আনুষ্ঠানিক ভাবে কন‍্যাশ্রী কাপের উদ্বোধন করেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোট ৩২টি মহিলাদের দল নিয়ে এই কন‍্যাশ্রী কাপ শুরু হল। লিগ কাম নকআউট পর্যায়ে খেলা হবে। আটটি গ্রুপে চারটি করে দল খেলবে। গ্রুপ লিগ খেলে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল (মোট ১৬টি দল) নক আউটে খেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মতুয়া সরোজিনি দলের ফুটবলাররা

এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ২৮টি দলের ফুটবলার ও কর্তারা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী এই প্রতিযোগিতা থেকে ৫০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেওয়ার পরামর্শ দেন। আগামী দিনে বাংলা দল বেছে নেওয়া যাবে নির্বাচিত ৫০ জন ফুটবলারদের মধ‍্যে থেকে।

ফুটবলে শট মেরে কন‍্যাশ্রী কাপ উদ্বোধন করছেন ক্রীড়ামন্ত্রী

কন‍্যাশ্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত শান্তি মল্লিক সহ এক ঝাঁক প্রাক্তন মহিলা ফুটবলার। এ ছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র,রঘু নন্দী, বিশ্বজিৎ ভট্টাচার্য ও প্রশান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, সচিব অনির্বান দত্ত সহ আইএফএ-এর অন‍্যান‍্য কর্তারাও। ছিলেন বিওএ-এর সভাপতি স্বপন ব‍্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here