ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা লিগে কোনও জয় নেই এই তথ্যটা ইস্টবেঙ্গলের ইতিহাসে এবার ঢুকে পড়ল। যদিও মাত্র চারটি ম্যাচ খেলে লিগ শেষ করল দুই প্রধান। মঙ্গলবার মহমেডানের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ম্যাচ ড্র করে এবারে লিগ শেষ হল। এই ম্যাচের ফলাফলের ফলে মহমেডান স্পোর্টিং অপরাজেয় থেকে পরপর দুই বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল।
এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় জেসিন টিকের পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিবেক সিং। গোল খাওয়ার পর মহমেডানও আক্রমণে যায় বারবার। যত সময় গিয়েছে ইস্টবেঙ্গল যেন ততোই ফিকে হয়েছে।
দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল। তাদের এই খেলা দেখে হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরাও। ইস্টবেঙ্গল কোনও আক্রমণই গড়ে তুলতে পারেনি দ্বিতীয়ার্ধে। অন্যদিকে মার্কাসরা ক্রমশ আক্রমণ করে যায় ইস্টবেঙ্গল বক্সে। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কোসের পাস থেকে ফজলু রহমান গোল করে ১-১ করেন। এদিন ম্যাচের শেষে লিগ খেতাবের ট্রফি তুলে দেওয়া হয় মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের হাতে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিস্বাস সহ আইএফএ-এর কর্তারাও।