জয় অধরা, আবার ড্র করল ইমামি ইস্টবেঙ্গল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আর মাত্র দুটি দিন বাকি। তারপরই রবিবার সন্ধ‍্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম‍্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার আগেই ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম‍্যাচ খেলতে নেমে ম‍্যাচ ড্র করল লাল-হলুদ শিবির। বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্টানটাইনের দল।

এদিন ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ইমামি ইস্টবেঙ্গল। একাধিক গোলের সুযোগ নষ্ট করলেন। সুমিত পাসি, সুহের ভিপি গোলমুখ খুলেও গোলটা করতে বারবার ব‍্যর্থ হয়েছেন। ডার্বি ম‍্যাচের আগে লাল-হলুদ শিবির অগোছালো। তবে ডার্বি ম‍্যাচের পরিবেশ আলাদা। সেই দিনটা কি হবে বলা শক্ত।

এদিন ম্যাচের ৬০ মিনিটে রাজস্থান ইউনাইটেড পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না-হলে পরপর দুই প্রধানের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব নিতে পারত। প্রসঙ্গত উল্লেখ্য, ডুরান্ডে কদিন আগেও মোহনবাগানকে হারিয়ে চমকে দিয়েছিলেন অখ‍্যাত রাজস্থান। তবে মোহনবাগানের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল সেই খেলাটা রাজস্থান খেলতে পারেনি।

এটিকে মোহনবাগানের মতোই ইমামি ইস্টবেঙ্গলের সমস‍্যা হল গোল করার ফুটবলারের অভাব।দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু সেই গোল নষ্টর খেসারত দিতে হল স্টিফেনের ছেলেদের।

ডার্বি ম‍্যাচের আগে দু’টি ম্যাচ খেলে ইমামি ইস্টবেঙ্গল দুটিতেই ড্র করেছে। দুই পয়েন্টে দাঁড়িয়ে। অন‍্যদিকে এটিকে মোহনবাগানের দুই ম‍্যাচ খেলে ১ পয়েন্ট। এই গ্রুপে ইমামি ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে। এক ধাপ নীচে এটিকে মোহনবাগান। পরিস্থিতি যা তাতে ডুরান্ডের গ্রুপ স্তর টপকে নকআউট পর্বে পৌঁছতে পারবে তো দুই প্রধান?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here