◆হ্যাটট্রিক করার পর সিটির জয়ন্ত ঘোষ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুদিন আগে ড্র করলেও বুধবার ফের জয়ে ফিরল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। এদিন, কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় হাওড়া ইউনিয়নকে বড় ব্যবধানে হারাল কিবু ভিকুনার ছেলেরা। হাওড়া ইউনিয়নকে একরকম উড়িয়ে দিয়েই ৪-০ গোলে হারাল ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। সফিক আলি দুটি এবং অনন্থ মুরলি ও বিক্রমজিৎ সিং একটি করে গোল করেন।
প্রথম ডিভিশনের খেলায় পর পর দুই ম্যাচে হারার পর অবশেষে জয়ে ফিরল সিটি অ্যাথলেটিক ক্লাব। এদিন চুঁচুড়ার মাঠে সিটি ৩-২ গোলে হারাল বড়িশা স্পোর্টিংকে। সিটির হয়ে হ্যাটট্রিক করেন জয়ন্ত ঘোষ। বড়িশার হয়ে দুটি গোল করেছেন লক্ষ্মণ মান্ডি।
এদিনের লিগে আরও একটি হ্যাটট্রিক হয়েছে সালকিয়া ফ্রেন্ডস ও আনুশীলনী ম্যাচে। সালকিয়ার হয়ে রাজু ওঁরাও হ্যাটট্রিক করেছেন। অপর গোলদাতা শৈলেন টুডু। অনুশীলনীর হয়ে অসিত হাজরা দুটি এবং সুব্রত মল্লিক ও সেখ কুতুবুদ্দিন একটি করে গোল করেন। সমীর বেইন ও নরেন মন্ডলের গোলে ঐক্য সম্মিলনী ২-১ গোলে হারাল মৌরি স্পোর্টিংকে। মৌরির হয়ে গোল করেছেন বান্টি সিং। এদিকে জিতেই চলেছেন আর্মি রেড দল। এদিন আর্মি ৩-০ গোলে জিতল ইউনাইটেড স্টুডেন্টের বিরুদ্ধে। লিটন শীল দুটি ও এল এন সিং একটি গোল করেন। অন্যদিকে, বিএনআর – ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ম্যাচ ১-১ গোলে শেষ হয়। বিএন আরের হয়ে দিলীপ মন্ডল ও পোর্টের সুমিত ঘোষ গোল করেছেন।
এদিন তালতলা মাঠে চতুর্থ ডিভিশনের খেলায় বার্নপুর ইউনাইটেড ৪-০ গোলে হারাল মৈত্রী সংঘকে। বার্নপুরের হয়ে গোল করেন রাহুল গোপ (২),আকাশ কোরা ও রবিলাল মুর্মূ। শুভ আদকের একমাত্র গোলে চৈতালি সংঘকে ১-০ গোলে হারাল সেন্ট্রাল ক্যালকাটা এসসি। কালিঘাট ফ্রেন্ডস-হোয়াইট বর্ডার ও ওয়াইএমসিএ (কলেজ) – বাটা স্পোর্টস ক্লাব ম্যাচ দুটি গোলশূন্য ভাবে শেষ হয়েছে। দক্ষিণ কলকাতা সংসদ ও আরটি স্পোর্টিং ক্লাব ম্যাচ ২-২ শেষ হয়েছে। সংসদের গোলদাতা সুমন দাস ও পিন্টু আর স্পোর্টিংয়ের হয়ে দুটি গোল করেছেন আকাশ মন্ডল।
পঞ্চম ডিভিশনের ম্যাচে পুলিশ মাঠে তপন মেমোরিয়াল ২-০ গোলে হারাল স্যার গুরুদাস ইনস্টিটিউটকে। তপনের গোলদাতা প্রভাস মন্ডল ও অরিত দত্ত। হাওড়া টাউন ক্লাবে ৩-০ গোলে হারাল মি-র্ক এক্স স্টুডেন্টকে। হাওড়ার গোলদাতা আদিত্য হাজরা, সাগর ঘোষ ও রূপঙ্কর সরকার। অন্যদিকে কাস্টম মাঠে পঞ্জাব স্পোর্টস ও মার্কাস স্পোর্টিং ম্যাচ ১-১ গোলে শেষ হয়। মার্কাশের সৌগত কাঞ্জি ও পঞ্জাবের সৌরদীপ দাস গোল করেছে।