জয়ের হ‍্যাটট্রিক, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মহমেডান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পর পর তিন ম‍্যাচে জয়। ৯ পয়েন্ট নিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে ভারতীয় বিমান বাহিনীকে ২-০ ব্যবধানে হারাল মহমেডান। দুই অর্ধে একটি করে গোল করেছেন নাইজেরীয় স্ট্রাইকার ওসমানে এনদিয়ায়ে এবং রাহুল পাসওয়ান।

সাদা-কালো শিবির প্রথম গোলটি করে ৩৩ মিনিটে। ওসমানে গোলটি করেন। ডান প্রান্ত থেকে ভাসানো কর্নার থেকে গোলটি করেন ওসমানে। মোহনবাগানের ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবার বন্ধু মহামেডানের ওসমানে। এরপরও বেশ কয়েকটি গোলের সুযোগ পায় মহমেডান। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারলে বড় ব‍্যবধানে জিততে পারত মহমেডান। অবশেষে মার্কোসের ভাসানো বলে হেডে গোল করেন রাহুল পাসোয়ান। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহমেডান। তাদের গ্রুপ লিগের শেষ ম‍্যাচ ২ সেপ্টেম্বর,বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here