◆মোহনবাগান – ১ (বুমোস – পেনাল্টি)
◆জামশেদপুর – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একটা সময় মনে হচ্ছিল লিগ তালিকার দশ নম্বরে থাকা জামশেদপুরের কাছে আটকে যাবে এটিকে মোহনবাগান। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে জামশেদপুরের ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পেয়ে যায় এটিকে মোহনবাগান। আর সেই পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন হুগো বুমোস। টানা তিন ম্যাচে জয় পেয়ে লিগ তালিকার (৯ ম্যাচে ১৯ পয়েন্ট) তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।
বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও জামশেদপুর এফসি। বাগান শিবির ১-০ গোলে জিতলেও দলে গোল করার পজিটিভ স্ট্রাইকারের যে অভাব তা আর একবার বোঝা গেল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে এটিকে মোহনবাগান। দুই প্রান্ত থেকে বারবার আক্রমণে উঠে গেলেও বিপক্ষের বক্সে গিয়ে গোলটাই করতে পারছিলেন না বুমোসরা। গোলের সুযোগ কাছে লাগাতে পারলে তিন চার গোলে জিততে পারত ফেরান্দোর ছেলেরা।
অন্যদিকে ম্যাচের শুরু থেকেই জামশেদপুর নেমেছিল এটিকে মোহনবাগানকে আটকে দেওয়ার লক্ষ্যে। রক্ষণাত্মক ফুটবল। তবু মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে গিয়েছে। মুহুর্মুহু আক্রমণে শেষ রক্ষা করতে পারেনি জামশেদপুর। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে শেষ হাসি হাসল এটিকে মোহনবাগান।