ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জে সি মুখার্জি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। শুক্রবার রাতের ম্যাচে তপন মেমোরিয়ালকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এদিন বৃষ্টির জন্য ২০ ওভারের পরিবর্তে ৯ ওভার করে ম্যাচ হয়। ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে তপন মেমোরিয়াল ৯ ওভারে ৮ উইকেটে ৫৪ রান করে। দুটি করে উইকেট নিয়েছেন ইস্টবেঙ্গলের রোহিত কুমার, সৌরভ মণ্ডল এবং অয়ন ভট্টাচার্য।
তপন মেমোরিয়ালের ৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা হয়েছেন ইস্টবেঙ্গলের সৌরভ মণ্ডল।