জেলা ফুটবল শুরু,উদ্বোধনী ম‍্যাচে জয় নদীয়ার

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বৃহস্পতিবার থেকে কৃষ্ণনগরে শুরু হয়ে গেল সিনিয়র আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হয়েছিল নদীয়া ও দক্ষিণ দিনাজপুর। ম‍্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে নদীয়া। একতরফা এই ম‍্যাচে নদীয়া ৪-০ গোলে হারাল দক্ষিণ দিনাজপুরকে। নদীয়ার হয়ে গোল করেছেন সন্দীপ ওরাঁও, সুরজ সওদা,রানা দে ও সুরজিত শিকদার।

জেলার এই সিনিয়র টুর্নামেন্ট ঘিরে কৃষ্ণনগরের ফুটবল মহলে উন্মাদনা দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের পরিচালনায় ও নদীয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হল। মোট ২২ টি জেলা নিয়ে জয়ন্ত চ‍্যাটার্জি মেমোরিয়াল আন্তঃজেলা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট হল।

মূলত নদীয়া জেলার কৃষ্ণনগর ও চাকদায় এই টুর্নামেন্টের ম‍্যাচ গুলি হবে। তবে তেহট্টর নবনির্মিত স্টেডিয়ামে আগামী ১৯ ডিসেম্বর একটি ম‍্যাচ হবে। কৃষ্ণনগরে যে জেলা দল গুলি খেলবে তারা হল, নদীয়া,দক্ষিণ দিনাজপুর, চন্দননগর, হাওড়া,পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি,কোচবিহার, মুর্শিদাবাদ, বর্ধমান ও আলিপুরদুয়ার।

চাকদায় খেলবে পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি,দুই চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর,বাঁকুড়া, দার্জিলিং,কালিমপং ও হুগলি জেলা দল।

৮২ তম সিনিয়র আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম‍্যাচে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, চেয়ারম‍্যান সুব্রত দত্ত, সহ সভাপতি তনুময় বসু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here