জেলায় জেলায় বয়স ভিত্তিক আন্তঃজেলা ফুটবল শুরু

0

◆পূর্ব মেদিনীপুরে অনুষ্ঠিত বুধবারের ম‍্যাচের একটি মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ ফেব্রুয়ারি : বুধবার থেকে নতুন করে জেলায় জেলায় শুরু হয়ে গেল বয়স ভিত্তিক আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৭ বিভাগের ফুটবল প্রতিযোগিতা ঘিরে জেলার ফুটবল মহলে উন্মাদনা তৈরি হয়েছে।

ম‍্যাচ খেলতে নামার আগে অনূর্ধ্ব-১২ বয়সের ফুটবলাররা,বুধবার বীরভূমের বোলপুরে

আইএফএ-এর পরিচালনায় ও রাজ‍্য সরকারের সহায়তায় এই আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার ম‍্যাচগুলি মোট ৮টি জায়গায় হচ্ছে। হুগলি, পূর্বমেদিনীপুর,মানভূম(পুরুলিয়া), দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কোচবিহার ও শিলিগুড়িতে গ্রুপ লিগের ম‍্যাচ গুলি হবে। ২ মার্চ থেকে নক আউটের ম‍্যাচ হবে মুর্শিদাবাদে। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলকাতায়। মোট ২৪টি জেলা ক্রীড়া সংস্থা এই আন্তঃজেলা ফুটবলে অংশ নিচ্ছে।

বোলপুরে ফুটবলারের সঙ্গে পরিচিতি পর্বে স্থানীয় কর্তারা

এই প্রতিযোগিতার সংগঠনের মূল দায়িত্বে আছেন আইএফএ সহসভাপতি মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব বিশ্বজিৎ ভাদুড়ি। আইএফএ কর্তারা আশা করছেন, বাংলা ফুটবলের প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এই বয়স ভিত্তিক আন্তঃজেলা প্রতিযোগিতা বড় ভূমিকা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here