ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সিএবি ‘জীবনকৃতি’ সম্মান পেয়ে আপ্লুত বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ ব্যানার্জি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল সিএবির বর্ষসেরা অনুষ্ঠান। স্নেহাশিস গাঙ্গুলির হাত থেকে ‘জীবনকৃতি’ পুরস্কার নেওয়ার পর সম্বরণ বলেন,”আমার জীবদ্দশায় বাংলাকে ফের রঞ্জি চ্যাম্পিয়ন দেখতে চাই। আমি সেই স্বপ্ন এখনও দেখি। আশাকরি স্বপ্ন পূরন হবে।”
বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার হাত থেকে জীবনকৃতি সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা। কি ভাবে বাংলার হয়ে খেলার সুযোগ পেলেন সেই কথায় বলছিলেন আশোক। সৌরভ গাঙ্গুলির হাত থেকে জীবনকৃতি সম্মান পাওয়া উদয়ভানু বন্দ্যোপাধ্যায়ের গলাতেও কৃতজ্ঞতা সূর।
করোনার কারণে গত দুই বছর বর্ষসেরাদের পুরস্কৃত করতে পারেনি সিএবি।
২০১৯-২০,২০২০-২১,২০২১-২২ মরসুমের সেরাদের পুরস্কৃত করা হল। ২০১৯-২০ মরসুমের বর্ষসেরা ক্রিকেটার অনুস্টুপ মজুমদার। ২০২০-২১ এবং ২০২১-২২ এই দুই মরসুমের সেরা শাহবাজ আহমেদ। তারা পুরস্কৃত হওয়া ছাড়াও ওই তিন মরসুমের (মহিলা) কার্তিক বসু ‘জীবনকৃতি’ সম্মান পেলেন গার্গী ব্যানার্জি, লোপামুদ্রা ব্যানার্জি এবং মিঠু মুখার্জি।
সদ্য আর্ন্তজাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল। তিনি ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি। তার হাতে পুরস্কার স্মারক তুলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
কমনওয়েলথ গেমসে রূপো প্রাপ্তি এবং চলতি বছরের মহিলাদের এশিয়াকাপ জয়ের জন্য বিশেষ সম্মান দেওয়া হল দীপ্তি শর্মাকে। চলতি বছরে এশিয়া কাপ জয়ী দলের সদস্য এবং গত মরসুমে ভারতীয় সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট দলে অভিষেক হওয়া রিচা ঘোষকেও সম্মান জানানো হয়।
জুনিয়র ইন্ডিয়া দলে অভিষেকের জন্য মুকেশ কুমার পুরস্কৃত হলেন। এছাড়াও পুরস্কৃত হলেন ভারতীয় ‘এ’ দলে সুযোগ পাওয়া রবিকুমার, ঈশান পোড়েল, অভিষেক পোড়েল। রঞ্জি ট্রফিতে একটি ম্যাচে ৯ ব্যাটারের হাফ সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড হয়েছিল। তাদেরও সম্মানিত করা হল। এছাড়াও জেলাভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের জয়ী দলকেও পুরস্কৃত করা হয়।