জিতেই চলেছে ভবানীপুর,এরিয়ান, ফের হার বিএসএসের

0

◆ভবানীপুর-কাস্টমস ম‍্যাচের মুহুর্ত

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দুরন্ত ছন্দে ভবানীপুর। এখনও অপরাজেয় সৃঞ্জয় বসুর দল। রবিবার প্রিমিয়ার ডিভিশনের ম‍্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের ক‍্যালকাটা কাস্টমসকে ১-০ গোলে হারিয়ে দিল ভবানীপুর। এই জয়ের ফলে ৭ ম‍্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে রঞ্জন চৌধুরীর প্রশিক্ষনাধীন ভবানীপুর।

এরিয়ান – বিএসএস ম‍্যাচের মুহুর্ত

একই দিনে এরিয়ানও দারুণ গতিতে এগিয়ে চলেছে। এদিন তারা ৩-০ গোলে হারার আইএফএ-এর প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জির দল বিএসএসকে। এরিয়ান ৭ ম‍্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ভাল জায়গায় আছে। আর বিএসএস মাত্র ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের একেবারে শেষে দাঁড়িয়ে।

খিদিরপুর ও জর্জটেলিগ্রাফ ম‍্যাচের একটি মুহূর্ত

অন‍্যদিকে খিদিরপুর স্পোর্টিং ক্লাব নিঃশব্দে এগিয়ে চলেছে। এদিন তারা জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারাল। ১৫ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছনোর রাস্তা তৈরি করে ফেলছে খিদিরপুর।

ইস্টার্ন রেল ও উয়াড়ী ম‍্যাচের একটি মুহূর্ত

উয়াড়ী ক্লাব আবার হারল। রবিবার ইস্টার্ন রেল ২-০ গোলে হারাল উয়াড়ীকে। ভাল দল গড়েও উয়াড়ীর লাগাতার ব‍্যর্থতায় হতাশ কর্তারা।

মামনি পাঠচক্র ও আর্মি রেড ম‍্যাচের মুহূর্ত

ধারাবাহিক ব‍্যর্থতায় খুব খারাপ জায়গায় পৌঁছে গেলেও এদিন আর্মি রেডকে আটকে দিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিল মামনি পাঠচক্র দল। এদিন তারা ১-১ গোলে ম‍্যাচ ড্র করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here