◆কালিঘাট এমএসের ৩ গোলদাতা অসিত হেমব্রম,অভিষেক দাস ও সাকিরুল আলি◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ম্যাচের পর ম্যাচ জিতেই চলেছে কালিঘাট এম এস। রবিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ‘বি’ গ্রুপের ম্যাচে জয়ের ধারা অব্যহত রেখেছে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির কালিঘাট এম এস। লিগের প্রথম ম্যাচে ড্র করার পর বাকি চারটি ম্যাচে পরপর জয়। অর্থাৎ ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়ে খুব ভাল জায়গায় কালিঘাট। রবিবার দমদম অমল দত্ত স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ৩-০ গোলে হারাল কালিঘাট এম এস। গোল করেছেন অসিত হেমব্রম,অভিষেক দাস ও সাকিরুল আলি।
একই ডিভিশনে ফের হার মামনি ও আশিয়ানা পাঠচক্রের। গত ম্যাচে উয়াড়ীর সঙ্গে হারার পর এদিন ব্যারাকপুরে রেনবোর কাছে ০-২ গোলে হেরে গেল। রেনবোর হয়ে গোল করেছেন আজহারউদ্দিন গাজি ও জয়দীপ গগৈ। গত ম্যাচে পাঠচক্রকে হারালে রবিবার জয়ের মুখ দেখতে পেল না উয়াড়ী। আজ, ইস্টার্নরেলের সঙ্গে গোলশূন্য ভাবে ম্যাচ শেষ করেছে উয়াড়ী। অন্যদিকে, পুলিশ এসি ২-০ গোলে হারাল এফ সি আইকে। পুলিশ এসির দুই গোলদাতা হলেন আবু সুফিয়ান ও প্রদীপ পাল।
এদিন তৃতীয় ডিভিশনে প্রথম জয় পেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। পুলিশ মাঠে ভিক্টোরিয়া ১-০ গোলে হারাল মনোহরপুকুর মিলন সমিতিকে। ভিক্টোরিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন সুরজিত মিশ্র। হাইকোর্ট মাঠে পেনাল্টি থেকে গোল করে সোনারপুর YMSA কে ১-০ গোলে হারাল বালি প্রতিভা। জয়সূচক গোলটি করেছেন দেবজিৎ হেমব্রম। তালতলা মাঠে বিধাননগর মিউনিসিপ্যালিটি এসএ ২-০ গোলে হারাল ক্যালকাটা জিমখানাকে। বিধাননগরের হয়ে গোল করেছেন মিলন মান্ডি ও বাপন বাগ।
পঞ্চম ডিভিশনে স্টার স্পোর্টিং ২-১ গোলে হারাল অরোরাকে। কালিঘাট মিলন ক্লাব ১-০ গোলে হারাল গার্ডেনরিচকে। ক্যালকাটা পার্সি ১-০ গোলে হারায় মিরজাপুর ইউনিয়নকে। তারা ফ্রেনডস ও ওয়াইএমসিএ (চৌরঙ্গি) ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।