ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ডুরান্ডে হারলেও কলকাতা লিগে জয় অব্যহত রেখেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার নিজেদের মাঠে এফসিআইকে ৩-১ গোলে হারাল মহমেডান। এই তিনটি গোলের মধ্যে আবার দুটি গোলই আত্মঘাতী। তৃতীয় গোলটি ডেভিডের, তাও আবার এফসিআইয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢোকে।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মহমেডান। গোল দুটি এফসিআইয়ের দুই ফুটবলার মেহেদি হাসান মোল্লা ও দীপ বাগের আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান এফসিআইয়ের সৌরভ মান্না। ৭৯ মিনিটে মহমেডানের ডেভিড গোল করেন। এই নিয়ে৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট পেয়ে ভাল জায়গায় মহভেডান।
এদিন প্রিমিয়ারের অন্য ম্যাচে ডালহৌসি পাঁচ গোল হজম করল। পিয়ারলেস ৫-০ গোলে হারাল মৃদুল ব্যানার্জির ডালহৌসিকে। অন্যদিকে, কালীঘাট এমএস ১-০ গোলে হারাল ডায়মন্ডহারবার এফসিকে।