◆কালিঘাট এমএসের দুই গোলদাতা ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে জয়ে ফিরল উয়াড়ী অ্যাথলেটিক্স ক্লাব। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ‘বি’ গ্রুপের শক্ত প্রতিপক্ষ মামনি আসিয়ানা পাঠচক্রকে ১-০ গোলে হারাল উয়াড়ী। জয়সূচক গোলটি করেছেন সঞ্চিত মন্ডল।
এদিকে জয়ের মধ্যেই আছে কালিঘাট এম মিলন সঙ্ঘ। ইস্টার্ন রেলওয়েকে ২-১ গোলে হারাল কালিঘাট এম এস। পরপর ম্যাচ জিতে ভাল জায়গায় তারা। কালিঘাটের হয়ে গোল করেছেন অসিত হেমব্রম ও মহম্মদ সাকিরুল আলি। ইস্টার্ন রেলওয়ের হয়ে গোল করেছেন সুমিত ওরাঁও। অপর ম্যাচে রেনবো এসি ২-১ গোলে হারাল এফসিআইকে। রেনবোর হয়ে গোল করেছেন লালনুনজামা ও সুরজ মাহাতো। এফসিআইয়ের গোলদাতা সৌরভ মান্না। পুলিশ এসি ও ওয়েস্ট বেঙ্গল পুলিস এসসি ১-১ গোলে ম্যাচ ড্র হয়। পুলিশ এসির গোলদাতা হেমন্ত সোরেন ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোলদাতা শ্যামল শিকারি।
এদিন, তৃতীয় ডিভিশনের খেলায় মিলন সমিতি ও ক্যালকাটা জিমখানা ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছে। চতুর্থ ডিভিশনের ম্যাচে বেলঘরিয়া এসি ১-০ গোলে হারায় কসবা সেন্ট্রাল ক্লাবকে। স্পোর্টিং ইউনিয়ন ১-০ গোলে হারায় সিঁথি রাসবিহারী এবিএমকে। গোলশূন্য ভাবে শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ক্লাব ও বেহালা অ্যাথলেটিক্স এসএ ম্যাচ।
পঞ্চম বিভাগের ‘বি’ গ্রুপের ম্যাচে গার্ডেনরিচ মৈত্রী সংঘ ৩-০ গোলে হারাল বাগমারি ক্লাবকে। বেলেঘাটা বালক বৃন্দ ২-১ গোলে হারাল কারবালা স্পোর্টিং ক্লাবকে।