◆আলিপুর স্পোর্টিংয়ের দুই গোলদাতা জাহিদ ও প্রিয়জিৎ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এগিয়ে থেকেও হেরে গেল হাওড়া মানিকতলা এস এ। মঙ্গলবার কলকাতা লিগের তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে মানিকতলাকে ২-১ হারাল আলিপুর স্পোর্টিং ক্লাব। স্বর্ণিম গুরুং গোল করে মানিকতলাকে ১-০ গোলে এগিয়ে দেয়। পরে পুরো ম্যাচটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয় আলিপুর। দ্বিতীয়ার্ধে প্রিয়জিৎ সাধু খাঁ অসাধারণ গোল করে আলিপুরকে সমতায় ফেরায়। ম্যাচের শেষ দিকে জাহিদ আখতার গোল করে জয় নিশ্চিত করে।
একই দিনে তৃতীয় ডিভিশনের নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল অমিত ভদ্র-প্রতাপ ঘোষদের সোনারপুর ওয়াইএমএসএ। ম্যাচের শেষ মুহুর্তে সোনালি শিবির রকি দাসের গোলে তিন পয়েন্ট নিশ্চিত করল। এদিকে আবার হেরে গেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বালি প্রতিভা ১-০ গোলে হারায় ভিক্টোরিয়াকে। জয়সূচক গোল করেন দেবজিৎ হেমব্রম। সাউদার্ন অ্যাথলেটিক ক্লাব ও ক্যালকাটা জিমখানা ১-১ গোলে ম্যাচ শেষ করে। সাউদার্নের এম মল্লিক ও জিমখানার কিশান কাপুরিয়া গোল করে। বিধাননগর মিউনিসিপ্যালিটি ১-০ গোলে হারাল ব্যাতর স্পোর্টিংকে।
এদিন পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের চারটি ম্যাচ ছিল। আবার লজ্জাজনক হার অরোরা অ্যাথলেটিক ক্লাবের। অতি দুর্বল অরোরা প্রথম ম্যাচে মির্জাপুরের কাছে ৯ গোলে হেরেছিল। প্রথম ম্যাচে ৯ গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়াইএমসিএ (চৌরঙ্গী)-এর কাছে ৭ গোলে হারল অরোরা। ওয়াইএমসিএ (চৌরঙ্গী)-এর সুমিত বাক হ্যাটট্রিক সহ চারটি গোল করেছে। মহাদেব পাহাড়ি দুটি এবং নয়ন সর্দার একটি গোল করে। তারা ফ্রেন্ডস ও মির্জাপুর ২-২ গোলে ম্যাচ ড্র করে। শুভদীপ স্পোর্টস ও স্টার স্পোর্টিং ১-১ গোলে ম্যাচ শেষ করে। শুভদীপের হয়ে সেখ হাসানুর ও স্টার স্পোর্টিংয়ের বিশ্বনাথ টুডু গোল করে। এম এইচ মেহেতাবের গোলে কালিঘাট মিলনী ক্লাব ১-০ গোলে হারাল ক্যালকাটা পারসিকে।