জার্সিতে চমক, মঙ্গলবার ডুরান্ড দিয়ে মরসুম শুরু করছে মহমেডান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মঙ্গলবার ডুরান্ড কাপ দিয়ে নতুন মরসুম শুরু করছে মহমেডান স্পোর্টিং ক্লাব। তার আগে সোমবার ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনে নিজেদের ক্লাব তাঁবুতে নতুন জার্সি উন্মোচন করলেন মহমেডান কর্তারা। আর এই নতুন জার্সিতেও চমক রেখেছেন মহমেডান কর্তারা। নতুন জার্সি উৎসর্গ করা হয়েছে ভারতের সশস্ত্র সেনাবাহিনীকে। জার্সির নিচে স্থান পেয়েছে সেনাবাহিনীর ছবি। যা মন ছুঁয়ে গিয়েছে ক্রীড়াপ্রেমীদের।

মহমেডানের নতুন জার্সিতে স্থান পেয়েছে সেনাবাহিনী

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। মহমেডান স্পোর্টিং ও গোয়া এফসি ম‍্যাচ দিয়েই এবারের ডুরান্ডের শুরু। বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধন করবেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন নিজেদের মাঠেই অনুশীলন করলেন মহমেডানের ফুটবলাররা প্রথম ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মহমেডানের কোচ আন্দ্রেই চের্নিশভ। তিনি বলেন,”টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে একটু হলেও চাপ থাকে। পরের ম্যাচ থেকে সেটা একটু সহজ হয়ে যায়। আশা করি আমার ফুটবলাররা সেরাটাই দেবে। এফসি গোয়া গত বার ডুরান্ড জিতেছে। কিন্তু আমরাও ফাইনাল খেলেছি। এ বার দল আরও শক্তিশালী। আশা করছি ভালই হবে”। এদিন মহমেডান দল ঘোষণা করা হয়। সেই সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে মার্কাস জোসেফের নামও ঘোষণা করা হয়। গত মরসুমে মহমেডানের হয়ে ৩০-এর উপর গোল করেছেন এদিন ক্লাব কর্তারা প্রথম ম্যাচের জন্য সমর্থকদের বিনামূল্যে টিকিট বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here