◆ওয়েষ্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের বৈঠকে কমিটির সদস্যরা। মঙ্গলবার আইএফএ অফিসে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জেলার ফুটবলকে গতি আনতে নতুন বছরের শুরুতেই ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন। মঙ্গলবার দুপুরে আইএফএ অফিসে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমিটির সদস্যরা মিটিং করে নতুন বছরে চারটি টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। ২২টি জেলার দল অংশ নেবে। মোট ৭টি গ্রুপ করা হচ্ছে। ৬টি গ্রুপে তিনটি করে এবং একটি গ্রুপে চারটি দল থাকছে। ৬টি গ্রুপ থেকে ১টি করে এবং অপর একটি গ্রুপ থেকে দুটি দল উঠবে। মোট ৮টি দল নিয়ে শুরু হবে নক আউট।
ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সচিব দেবব্রত সাহা জানান, “নতুন বছরে অনূর্ধ্ব-১৫ ছাড়াও অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৮ এবং সিনিয়রদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট হবে। সবার আগে আমরা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট শুরু করতে চাই।”