জাতীয় নেটবলে প্রথমবার চ‍্যাম্পিয়ন বাংলা

0

◆চ‍্যাম্পিয়ন বাংলা দল।বুধবার সল্টলেকের সাইতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৮ ডিসেম্বর: ৪১ বছরের ইতিহাসে এই প্রথম জুনিয়র জাতীয় নেটবল খেতাব জিতল বাংলা। বুধবার সল্টলেকের সাই কেন্দ্রে বালক বিভাগে বাংলা ফাইনালে উত্তর প্রদেশকে ৩৬-২৬ পয়েন্টে হারিয়ে এই প্রথমবার চ্যাম্পিয়ন হল। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম বাংলায় ন‍্যাশনাল নেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সুষ্ঠুভাবে প্রতিযোগিতা পরিচালনা করলেন রাজ‍্য নেটবল সংস্থার সভাপতি বিশ্বরূপ দে ও সচিব বীনাপানি দাস। সেই সঙ্গে বাজিমাত করল বাংলার ছেলেরা।

বাংলা -উত্তরপ্রদেশ ফাইনাল ম‍্যাচের একটি মুহূর্ত

বালক বিভাগে বাংলা চ‍্যাম্পিয়ন হলেও বাংলার বালিকারা পেল তৃতীয় স্থান। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল কেরল। তারা ৩৮-৩৬ পয়েন্টে হারাল কর্নাটকে। উল্লেখ্য ওয়েস্ট বেঙ্গল নেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৫ তম জাতীয় জুনিয়র নেটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর। বুধবার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিওএ সচিব জহর দাস, রাজ্য নেটবল সংস্থার সভাপতি বিশ্বরূপ দে, বাসা সভাপতি রামানুজ মুখোপাধ্যায়,বিওএ সহসভাপতি কমল মৈত্র প্রমুখ।

রাজ‍্য নেটবল সংস্থার সভাপতি বিশ্বরূপ দে জানান,”এই প্রথম আমরা ন‍্যাশনাল টুর্নামেন্ট করতে পারলাম। সব থেকে ভাল লাগছে পিছিয়ে পড়া নেটবলে চ‍্যাম্পিয়ন হয়ে রাজ‍্যকে তুলে ধরল বাংলার ছেলেরা। এর জন‍্য কৃতিত্ত্ব দিতেই হবে আমাদের সচিব বীনাপানি দেবীকে। উনিই নিঃশব্দে বাংলার নেটবলকে এগিয়ে নিয়ে চলেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here