ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৯ ডিসেম্বর : জেলা ফুটবলের সেরা হুগলি। বুধবার চাকদায় আন্তঃজেলা জয়ন্ত চ্যাটার্জি টুর্নামেন্টে জলপাইগুড়িকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল হুগলি জেলা। হুগলির হয়ে গোল করেছেন রাহুল পাসোয়ান (২),রবিলাল মান্ডি, বিক্রম খান, দীপেশ মুর্মূ। জলপাইগুড়ির হয়ে একমাত্র গোলদাতা ভিকি মজুমদার।
টুর্নামেন্টের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন জলপাইগুড়ির কুনাল মঞ্জুর। ফাইনাল ম্যাচের সেরা হয়েছেন মনোতোষ চাকলাদার। সেরা স্ট্রাইকার হয়েছেন হুগলির রাহুল পাসোয়ান। সেরা গোলরক্ষক হুগলির সংগ্রামজিৎ রায় চৌধুরী।
এদিন ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। এছাড়াও ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি তনুময় বসু, আইএফএ-এর সহ সচিব রাকেশ ঝাঁ ও সুফল গিরি।