ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৬ জুলাই : দিকে দিকে নিভিছে দেউটি। রবিবার টোকিও অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলার প্রণতি নায়েক। আর আজ, সোমবার সকালে রীতিমতো পর্যদস্তু হয়ে আর এক বঙ্গতনয়ার অলিম্পিক অভিযান শেষ হয়ে গেল। লড়াই থেকে ছিটকে গেলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখার্জি।
আজ সকালে অলিম্পিকের টেবিল টেনিস সিঙ্গলসের লড়াইয়ে দাঁড়াতেই পারলেন না সুতীর্থা। পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হারলেন তিনি। শুধু হারলেন না, কার্যত পর্যদস্তু হতে হল এই বাঙালিকে।
প্রথম রাউন্ডে অসাধারণ জয়ে দেশবাসীর আশা বাড়িয়ে দিয়েছিলেন সুতীর্থা ৷ দ্বিতীয় রাউন্ডে সেই আগের পারফরম্যান্সের ছিঁটেফোটাও পাওয়া গেল না সুতীর্থার খেলায়। মাত্র ২৩ মিনিটে পর্তুগালের বিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন ৷ ম্যাচের ফলাফল ১১-৩, ১১-৩, ১১-৫, ১১-৫।
সুতীর্থা হারলেও টেবল টেনিসের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন শরথ কমল।