ছাঁটাই হবে জেনেই আগেই বিদায় নিলেন জুয়ান,বাগানের নতুন কোচ হাবাস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আশঙ্কাটাই সত‍্যি হল। জুয়ান ফেরান্ডোকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম‍্যানেজমেন্ট। সেটা বুঝেই কোচের পদ থেকে সরে গেলেন জুয়ান।কার্যত বরখাস্তই। তাঁর জায়গায় মোহনবাগানের নতুন কোচ হলেন আন্তেনিও হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই দলের কোচের দায়িত্ব সামলাবেন হাবাস।

২০২১ সালের শেষে এই হাবাসকেই সরিয়ে জুয়ানকে কোচ করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা। জুয়ান তখন গোয়া এফসির কোচ। মোহনবাগানের দায়িত্ব নিয়ে আইএসএল ও ডুরান্ড কাপ দিয়েছেন জুয়ান। কিন্তু এই বছর এএফসি কাপ থেকে দলের গ্রাফটা নিচে নামতে থাকে। সম্প্রতি আইএসএলের পরপর তিন ম‍্যাচে হার,ম‍্যাচে ফুটবলারদের ব‍্যবহারে গলদ এবং সঠিক ভাবে রিজার্ভবেঞ্চ তৈরি না করা – এই সবই জুয়ান ফেরান্ডোর বিরুদ্ধে গিয়েছে। শেষ তিন ম‍্যাচে মোহনবাগান জনতা গ‍্যালারিতে জুয়ানকে ‘গো ব‍্যাক’ স্লোগানও শুনিয়েছেন। তাছাড়া টিম ম‍্যানেজমেন্টও কোচের কাজে খুশি ছিল না। তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন, নতুন বছরে হাবাসকেই দলের দায়িত্ব তুলে দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,গত বছর এই হাবাসকেই মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দলের মেন্টর হিসেবে যুক্ত করেছিল। অতীতে এটিকে, এটিকে মোহনবাগানেও কোচিং করেছেন হাবাস। আর একবার নতুন করে চিফ কোচের দায়িত্ব পেলেন হাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here