ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সদ্য প্রয়াত মহমেডান স্পোর্টিং সমর্থক সিরাজউদ্দিনের পরিবারের পাশে দাঁড়ালে ওঁরা। গত সপ্তাহে এআইএফএফ সভাপতি কল্যান চৌবে প্রয়াত সমর্থকের বাড়ি গিয়ে তার ছেলেকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর আজ,রবিবার মহমেডান-খিদিরপুর ম্যাচটি চ্যারিটি করে তুলে দেওয়া হল আর্থিক সাহায্য।
এদিন কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচের (মহমেডান মাঠ) টিকিটের মূল্য রাখা হয়েছিল ১০০ ও ৫০ টাকা। অন্যান্য ম্যাচের মতো মহমেডান মাঠে এই চ্যারিটি ম্যাচে গ্যালারি ভর্তি হয়নি। ম্যাচের বিরতিতে প্রয়াত সমর্থকের পুত্রর হাতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তুলে দেন দুই লক্ষ টাকা। দুই প্রধানের পক্ষ থেকে মহমেডানের কামারউদ্দিন এবং ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার এক লক্ষ টাকার দুটি চেক দেন। আর এদিনের উপস্থিত দশর্ককের টিকিটের সংগৃহীত মূল্য ধরে দেড় লক্ষ টাকার তুলে চেক দেন আইএফএ সচিব অনির্বান দত্ত। এছাড়াও কয়েক জন সমর্থক প্রয়াত সমর্থকের পুত্রের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। মহমেডানের কর্তা বেলাল আহমেদ বলছিলেন,”আমাদের ক্লাবের আরও কয়েকজন কর্তা কিছু টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করছেন।” প্রসঙ্গত, এদিন সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার কাছাকাছি আর্থিক সাহায্য করা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,তিন দিন আগে প্রয়াত সমর্থকের উদ্দেশ্যে চ্যারিটি ম্যাচ করার জন্য আইএফএ সচিব অনির্বান দত্ত প্রস্তাব রেখেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। মন্ত্রী সেই প্রস্তাবে সাড়া দিয়ে নিজের ক্রীড়া দফতর থেকেও সাহায্য করলেন। এগিয়ে এসেছেন ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং। দেখা গেল না শুধু মোহনবাগান ক্লাবের কোনও প্রতিনিধিকে।