চিঠি জট অব‍্যহত, আলোচনার অপেক্ষায় ইস্টবেঙ্গল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে লগ্নিকারী শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ক্লাব। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন শ্রী সিমেন্টের কলকাতার প্রতিনিধিও। কিন্তু তাঁদের কোম্পানির কর্ণধার হরিমোহন বাঙ্গুর নিজে ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্তর এই চিঠি দেখবেন আজ, বুধবার অথবা বৃহস্পতিবার।

লগ্নিকারীকেলেখা চিঠিতে ইস্টবেঙ্গল উল্লেখ করেছে, ২০২০ এর ১৭ অক্টোবর তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, মৌচুক্তি পত্র আর চূড়ান্ত টার্মসিটে ঠিক কোথায় কোথায় ফারাক আছে। ইস্টবেঙ্গল সভাপতি প্রণব দাশগুপ্ত হরিমোহন বাঙ্গুরকে অনুরোধ করেছেন, তিনি যেন ক্লাব প্রতিনিদের সঙ্গে আলোচনায় বসেন।

ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা জানান, “আমরা প্রথম থেকেই বলে আসছি হরিমোহন বাঙ্গুরের কাছে সব তথ‍্য পৌঁছনো হচ্ছে না। যদি পৌঁছনো হয় তাহলে গত ১৭ অক্টোবর দুই চুক্তির অসঙ্গতি নিয়ে যে চিঠি পাঠানো হয়েছিল তার কোনও জবাব লগ্নিকারীরা দেননি। আমরা মঙ্গলবার যে চিঠি পাঠিয়েছি সেই চিঠির সঙ্গে গত ১৭ অক্টোবরের চিঠিটাও অ‍্যাটাচড করে পাঠানো হয়েছে। আমরা আশাকরি মিস্টার বাঙ্গুর সব তথ‍্য জানার পর আলোচনায় বসলে সমস‍্যা মিটে যাবে।”


ইস্টবেঙ্গল কর্তাদের এই অভিযোগের উত্তরে শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, “১৭ অক্টোবর যখন ইস্টবেঙ্গল কর্তারা চিঠি পাঠায় তখন সবটাই প্রাথমিক আলোচনার স্তরে ছিল। যখন সব চূড়ান্ত হয় তখন ইস্টবেঙ্গল আপত্তি করে। তারপর ২৪ মার্চ ও ১২ মে, কোথায় তাদের আপত্তি সেটা জানিয়ে ইস্টবেঙ্গলকে চিঠি দিতে বলা হয়েছিল। কিন্তু তারপর ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কোনও চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি। আলোচনা তো করা যেতেই পারে। আপত্তি গুলি বিবেচনাও করা যেতে পারে। তবে আগে টার্মসিটে সই করতে হবে।” সব মিলিয়ে চিঠি,চুক্তি নিয়ে এখনও ধোঁয়াসা ইস্টবেঙ্গল – শ্রী সিমেন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here