ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের, শেষ মুহূর্তে ড্র মহমেডানের

0

◆হারেরর লজ্জায় মুখ ঢেকেছে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রনজি ট্রফি এবং সন্তোষ ট্রফিতে বাংলা যখন সাফল‍্যের পথে হাঁটছে, তখন আইএসএল ও আই লিগের আসরে মুখ থুবড়ে পড়ছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল – মহমেডান স্পোর্টিং।

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। জামশেদপুর গিয়ে এই দলকে হারালেও ঘরের মাঠে এগিয়ে থেকেও হেরে গেল স্টিফেন কনস্টানটাইনের দল। এই নিয়ে ১৩ টি ম‍্যাচের মধ‍্যে ৪টি জয় আর ৯টি ম‍্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে লাল-হলুদ শিবিরের। এই হারের ফলে পরিস্থিতি যা তৈরি হল তাতে ইস্টবেঙ্গলের লিগ তালিকার ৬ নম্বরে থাকাটা গোস্পদে চোখ রেখে আকাশ দেখার সমান।

গোল করার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা

এদিন ম‍্যাচের ১২ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন। ম‍্যাচে বল পজিশন বেশি রাখলেও সেই গোল ধরে রাখতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ৬১ মিনিটে সয়ার গোল করে জামশেদপুরকে সমতায় ফেরান। ৮৫ মিনিটে হেডে জয়সূচক গোলটি করেন ঋত্বিক দাস।

মহমেডানের হয়ে গোল দাতা মার্কোস জোসেফ

এদিকে, একই দিনে সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে আই লিগের ম‍্যাচে আইজল এফসির বিরুদ্ধে দু-দুবার পিছিয়ে পড়েও কোনও রকমে ২-২ ড্র করল মহমেডান স্পোর্টিং ক্লাব। কিছুদিন আগে কোচ বদল করেছেন মহমেডান কর্তারা। কিন্তু এখনও জয়ের দেখা নেই। কিবু ভিকুনা দায়িত্ব নেওয়ার পর দুটি ম‍্যাচে ড্র করল মহমেডান।

ম‍্যাচ সেরা কিসেক্কার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মহমেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও মহমেডান ক্লাব সচিব দানিশ ইকবাল।

এদিন ম‍্যাচের ৩২ মিনিটে হেনরি কিসেক্কা গোল করে আইজলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মার্কোস জোসেফ গোল করে মহমেডানকে সমতায় ফেরান। ৫২ মিনিটে ফের কিসেক্কা গোল করে আইজলকে এগিয়ে দেন। ম‍্যাচ অতিরিক্ত সময়ে চলে গিয়েছে। সবাই যখন ধরেই নিয়েছে ঘরের মাঠে হারটা শুধু সময়ের অপেক্ষা ঠিক তখনই সেই জোসেফ গোল করে মহমেডানকে হার থেকে বাঁচান। আপাতত ২-২ ড্র করে কোনও রকমে এক পয়েন্ট ঘরে তুলল মহমেডান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here