◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা – ১৭৪ ও ২৪১ (অনুষ্টুপ – ৬১, মনোজ – ৬৮, শাহবাজ – ২৭ ইশান পোড়েল – ২২, উনাদকট ৬/৮৫, সাকারিয়া – ৩/৭৬)
◆সৌরাষ্ট্র – ৪০৪ ও ১৪/১
◆ সৌরাষ্ট্র ৯ উইকেটে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৯ ফেব্রুয়ারি : রনজি ফাইনালে ঘরের মাঠে বাংলার লজ্জার হার। ৩২ বছর পর ঘরের মাঠে রনজি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারলেন না মনোজ-লক্ষ্মী বাহিনী। হেরে মাথা হেঁট হল বাংলা ক্রিকেটের। আর রনজি চ্যাম্পিয়ন হয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ল সৌরাষ্ট্র।
গতকাল অপরাজিত থেকে শাহবাজকে নিয়ে দিনটা শেষ করেছিলেন অধিনায়ক মনোজ। আর আজ সকালে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই করতে নেমেই মুখ থুবড়ে পড়ল মনোজরা। ২৭ রানে রান আউট হয়ে ফিরে গেলেন শাহবাজ। তারপরে উনাদকটের বলে আউট মনোজ তিওয়ারি (৬৭)। সকালের ইডেনে থিতু হতে পারলেন না বাংলার বাকি ব্যাটাররাও। ইনিংস পরাজয়ের ভ্রুকুটি ছিলই। দশম স্থানে ব্যাট করতে এসে ২২ রানের ইনিংস খেলে বাংলাকে কোনও রকমে ইনিংস পরাজয় থেকে বাঁচালেন ইশান পোড়েল। শেষ পযর্ন্ত দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অল আউট হয়ে যায় বাংলা। উনাদকট দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই নিলেন ৬ উইকেট। চেতন সাকারিয়া নিলেন ৩ উইকেট।
জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিয়ে এবারের রনজি ট্রফি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হয়েছেন জয়দেব উনাদকট।