◆মোহনবাগান – ২ (পেত্রাতোস, বুমোস)
◆এফসি গোয়া – ১ (আনোয়ার আলি)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : চেনা ছন্দে এটিকে মোহনবাগান। আর সেই ছন্দময় ফুটবল খেলেই বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী প্রতিপক্ষ গোয়াকে ২-১ গোলে হারিয়ে লিগ তালিকার তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। পেত্রাতোস ও বুমোস একটি করে গোল করেছেন। গোয়ার একমাত্র গোলদাতা আনোয়ার আলি। এই জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট হল সবুজ-মেরুন দলের।
এদিন ম্যাচের শুরু থেকেই এটিকে মোহনবাগান ছিল পুরনো ছন্দে। আগের ম্যাচে ( নর্থ-ইস্ট) হেরে যাওয়ায় চাপ ছিলই। তার উপর কঠিন প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু ম্যাচে হুগো বুমোস যেভাবে দাপট দেখিয়ে খেলা শুরু করল তাতে গোটা বাগান শিবির অন্য মেজাজ খুঁজে পেয়ে গিয়েছিল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানাতে থাকে এটিকে মোহনবাগান। এমন আক্রমণাত্মক ফুটবলের ফলে ম্যাচের ৯ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় বাগান শিবির। দুর পাল্লার শট থেকে অনবদ্য গোল করলেন পেত্রাতোস।
অবশ্য এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। ম্যাচের ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে গোয়াকে ম্যাচে সমতা ফেরান আনোয়ার আলি।
প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে বুমোস-পেত্রাতোসরা ফের আক্রমণাত্মক ফুটবল শুরু করেন। ম্যাচের ৫৩ মিনিটে অনবদ্য গোল করে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন বুমোস। বাকি ম্যাচে কোনও দলই আর গোল করতে পারেনি। যদিও ম্যাচের শেষ দিকে ফাঁকা গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন মোহনবাগানের আশিক কুরুনিয়ন। শেষ পযর্ন্ত ২-১ গোলে জিতে তিন পয়েন্ট ঘরে তোলে এটিকে মোহনবাগান। সেই সঙ্গে গোয়ার মাটিতে হারের বদলাও নিয়ে নিল এটিকে মোহনবাগান।