ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অভিনব উদ্যোগ IFA-এর। গড়ের মাঠে যারা বছরের পর বছর নীরবে কাজ করে গিয়েছেন তাঁদেরকেই সংবর্ধনা জানাল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা IFA। অতীতে খেলাধূলোর জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা সম্মানিত হয়েছেন কিন্তু ছোট ক্লাবের কর্তারা সম্মানিত হচ্ছেন এমনটা আগে দেখা যায়নি। IFA -এর এমন অভিনব উদ্যোগকে ময়দানের সকলেই সাধুবাদ জানিয়েছেন।
গড়ের মাঠে এমন অনেক ক্লাব কর্তা এসেছেন যাঁরা ফুটবলকে ভালবেসে নিজেদের জীবনের সোনালী দিনগুলো উৎসর্গ করেছেন শুধু মাঠেই। কিছু পাওয়ার আশা না করেই। তেমনই কিছু ফুটবল নিবেদিত ব্যক্তিত্বকে IFA সংবর্ধিত করল। শুক্রবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধিত হলেন। এই বছরই প্রথম IFA এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান করল। প্রথম বছর যে সকল প্রবীন ক্লাব কর্তারা সংবর্ধিত হলেন তাঁরা হলেন, কার্তিক চন্দ্র সুর, অজয় শ্রীমানি, দিলীপ ঘোষ, রবি মিত্র, মৃণাল চক্রবর্তি, বিদ্যুৎ কুমার সেন, জয়দেব ঘোষ, আমির কুমার সাহা,অজয় গাঙ্গুলি,সুনীল মুখার্জি, প্রদীপ কুমার বসু এবং দিলীপ নারায়ণ সাহা।
প্রবীণ ফুটবল প্রশাসকদের স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়ের মাঠের বহু ক্লাব কর্তাসহ একঝাঁক প্রাক্তন ফুটবলাররা। IFA-এর সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত,সচিব অনির্বান দত্ত থেকে মোহনবাগানের সহসভাপতি কুনাল ঘোষ,ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার,মহমেডানের সচিব ইসতিয়াক আহমেদ।
ছিলেন IFA-এর অফিস বেয়ারার্স সহ বিওএ সভাপতি স্বপন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র প্রদীপ দত্ত, প্রসূন ব্যানার্জি, কার্তিক শেঠ, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, নাসির আহমেদ, দিপেন্দু বিশ্বাস প্রমূখ।
এমন অভিনব উদ্যোগ দেখে মুগ্ধ মোহনবাগানের সহসভাপতি কুনাল ঘোষ। তিনি বলেন,”সবাই আমরা বড় ক্লাব নিয়ে মাতামাতি করি। অথচ যারা ছোট ক্লাবের কর্তা তাঁরা অনেক কষ্টে বছরের পর বছর ক্লাব চালান নীরবে। তাঁদের কেউ খোঁজ নেয় না। তাঁদেরও যে সম্মান জানানো যায় তা IFA দেখিয়ে দিল। খুব খুব ভাল কাজ করল IFA। এর জন্য আইএফএ সচিব অনির্বান দত্ত সহ IFA -এর পুরো টিমকে ধন্যবাদ জানাই।”
নীরবে যে ভাবে বছরের পর বছর মাঠ করে গিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানান IFA চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত ব্যানার্জি। IFA সচিব অনির্বান দত্ত বলেন,”
ময়দানের এই সব প্রবীণ ক্লাব কর্তাদের সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও গর্বিত। আরও ভাল লাগছে এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন গড়ের মাঠের কর্তারা। আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।”
ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার আইএফএ-এর প্রশংসা করেছেন। “কর্তাদের সম্মান জানানোর এই প্রচেষ্টা খুব ভাল। আমি আইএফএ-এর কাছে প্রস্তাব রাখছি, আগামী বছর থেকে এই অনুষ্ঠানটা প্রয়াত প্রদ্যোৎ দত্তর নামে করা হোক।” বলেছেন দেবব্রত সরকার। এদিন অনুষ্ঠান শেষে উষা উত্থুপ গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন।