◆মৌ স্বাক্ষরের পর আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বান দত্তর সঙ্গে ‘বাংলা নাটক ডট কম’-এর ডিরেক্টর অমিতাভ ভট্টাচার্য। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বাংলার ফুটবল বিপন্ন। তার বড় কারণ গ্রামীণ ফুটবলের বেহাল পরিকাঠামো। বাংলার ফুটবলের সাপ্লাই লাইন হল জেলার ফুটবল। সেই জেলার ফুটবলে সুষ্ঠু পরিকাঠামো আনতে পারলে ফিরতে পারে বাংলা ফুটবলের পুরনো ঐতিহ্য। আর সেই লক্ষ্য নিয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। ‘স্লো, বাট স্টেডি’ এই লক্ষ্য নিয়ে বাংলার ফুটবলের উজ্জ্বল মুহূর্ত ফিরে পাওয়ার লক্ষ্যে আইএফএ।
জেলার ফুটবল টুর্নামেন্টে প্রচুর টাকা খরচ হয়। কিন্তু যে সমস্ত ফুটবল কোচিং ক্যাম্প আছে সেগুলি ধুঁকছে। ফুটবলার আছে কিন্তু স্পনসর নেই, সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ নেই। বিক্ষিপ্তভাবে কিছু কোচিং ক্যাম্পে খুম কম টাকার স্পনসর (অনুরোধের আসর) থাকলেও ভবিষ্যত পরিকল্পনা নেই। আছে শুধুই অনিশ্চয়তা। গ্রামীণ ফুটবলকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে আইএফএ হাত ধরল ‘বাংলা নাটক ডট কম’-এর। বাংলার গ্রামীণ ফুটবলের উন্নয়নের চেষ্টায় বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ‘বাংলা নাটক ডট কম’-এর সঙ্গে মৌ স্বাক্ষর করল আইএফএ।
‘বাংলা নাটক ডট কম’ হল ইউনাইটেড নেশনস স্বীকৃত একটি এনজিও সংস্থা। বাংলার বিভিন্ন জেলা তো বটেই এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে এই সংস্থার কাজ বিস্তৃত। বিশেষ করে লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে নিবিড় যোগ এই এনজিও সংস্থা। গ্রাম বাংলার শিল্পীদের বিদেশের উৎসব ও শিল্পীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে এই তারা। এমনও হয়েছে বৃটিশ কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে গ্রামীণ সাংস্কৃতিক উন্নয়নের কাজেও তারা এগিয়ে গিয়েছে। ঐতিহ্য আছে অথচ ভবিষ্যৎ অনিশ্চিত এমন সব বিভাগে মূলত এই সংস্থা কাজ করে থাকে।
তাঁদের কাজের নমুনা দেখেই আইএফএ সচিব অনির্বান দত্ত গ্রামীণ ফুটবলের উন্নয়নের জন্য ‘বাংলা নাটক ডট কম’-এর ফাউন্ডার মেম্বার অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। জেলার বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পের উন্নয়নের জন্য এক সাথে কাজ করার প্রস্তাব দেন আইএফএ সচিব। সেই প্রস্তাবে রাজি হয়ে নতুন ইনিংস শুরু করল ‘বাংলা নাটক ডট কম।’
বুধবার মৌ স্বাক্ষর হওয়ার আগে ‘বাংলা নাটক ডট কম’-এর ডিরেক্টর অমিতাভ ভট্টাচার্য বলেন,” আইএফএ-এর সঙ্গে আমাদের এই পার্টনারশিপ খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের সার্বিক বিকাশের চেষ্টা করবে। গড়বে খেলার মাধ্যমে জীবিকা গড়ার সুযোগ, সংগঠিত করবে সামাজিক উদ্যোগ ভাবনা। ফুটবলের সার্বিক বিকাশের পাশাপাশি জেলার তরুণ ফুটবল প্রতিভাদের চিহ্নিত করা, জেলাস্তরের ফুটবল অ্যাকাডেমি এবং তাদের ফুটবল দক্ষতার বিকাশ ঘটানো, আন্তর্জাতিক স্তরের কোচের ব্যবস্থা করা, প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং আশাবাদী যুবকদের স্বপ্নপূরণে সহায়তা করার ক্ষেত্রে একযোগে কাজ করবে।”
কিন্তু এই সব পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে সব থেকে জরুরি অর্থের জোগান। আপনারা কি সেই প্রয়োজনীয় অর্থ জোগানের ব্যবস্থা করবেন? উত্তরে অমিতাভবাবু বলেন,”আগে আমাদের পরিকল্পনা করে প্রজেক্ট তৈরি করতে হবে। তারপরে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে এগোতে হবে। ঠিক ভাবে এগোতে পারলে আশাকরি সমস্যা হবে না। আমি আশাদী।”
প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু এটি ইউনাইটেড নেশনস স্বীকৃত এনজিও সংস্থা। তাই তারা বিভিন্ন প্রকল্পের জন্য মোটা টাকার অনুদান পেয়ে থাকে। এবার থেকে গ্রামীণ ফুটবলও এই সংস্থার অন্যতম উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠল। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, “আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আশাকরি জেলার ফুটবলের জন্য এই পদক্ষপ ইতিবাচক হবে।” আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন,”‘বাংলা নাটক ডট কম’ যেভাবে গ্রামীণ ফুটবলের জন্য এগিয়ে এসেছে তার জন্য সাধুবাদ জানাচ্ছি। একটা লক্ষ্যে পৌঁছতে হলে একটু সময় লাগে। আমরা যে লক্ষ্য নিয়ে পরিকল্পনা করেছি আজ তা শুরু হল।”