গোয়াকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু মহমেডানের

0

মহমেডান স্পোর্টিং – ৩ (প্রীতম/ফজলুর/জোসেফ)

এফসি গোয়া – ১ (নেমিল)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শুরুতে যেন দুলকি চালে শুরু করেছিলেন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। কিন্তু গোল হজম করতেই গ‍্যালারির উপস্থিত দর্শকদের গর্জনে যেন ‘চার্জড’ হয়ে গেল মহমেডান। আর তাতেই পিছিয়ে থেকেও শেষ পযর্ন্ত গোয়াকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। মহমেডানের হয়ে একটি করে গোল করেছেন প্রীতম সিং, ফজলু রহমান, মার্কাস জোসেফ। আর গোয়া এফসির গোলদাতা নেমিল।

ফজলুর গোল করার মুহূর্ত

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরুতে মহমেডান ছিল রক্ষনাত্মক। কিন্তু ৩৬ মিনিটে মহমেডানের এক ডিফেন্ডারের মিস পাস ধরে মহম্মদ নেমিল গোল করে গোয়াকে এগিয়ে দেন। ম‍্যাচের প্রথমার্ধে পিছিয়ে ছিল মহমেডান।

জয়ের পর সদস‍্য-সমর্থকদের অভিভাদন গ্রহণ করছেন মহমেডানের ফুটবলাররা

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অন‍্য মহমেডানকে দেখা গেল। দুই প্রান্ত থেকে আক্রমণ সাজিয়ে উঠে আসছে বিপক্ষের দিকে। জোসেফ, প্রীতমদের আক্রমণান্মক ফুটবলে সমতা ফেরাল ৪৭ মিনিটে। গোলটি করেন প্রীতম সিংহ।

গোল করার পর অধিনায়ক মার্কাস জোসেফ

সমতায় ফেরার পর মহমেডান যেন আরও বেশি আক্রমনাত্মক হয়ে ওঠে। ৮৪ মিনিটে আভাস থাপার ক্রশ থেকে মহমেডানের দ্বিতীয় গোল করেন ফজলু রহমান। ম‍্যাচের শেষ মুহূর্তে দলের তৃতীয় গোল করে মহমেডানকে বড় ব‍্যবধানে জয় এনে দিলেন অধিনায়ক মার্কাস জোসেফ।

ফুটবলে কিক করে ডুরান্ড কাপের সূচনা করছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

এদিন, ডুরান্ড কাপের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। শুরুতে সেনাবাহিনীর কুচকাওয়াজ,ব‍্যান্ড বিউগল বাজিয়ে পারফর্ম করেন জওয়ানরা। তারপরেই মুখ‍্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী ও সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে নিয়ে মাঠে গিয়ে দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। পরে ফুটবলে কিক করে ডুরান্ড কাপের শুভ সূচনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here