ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জামশেদপুরের কাছে হারের পরেই হায়দরাবাদের কাছে আটকে যাওয়া। এমন একটা পরিস্থিতিতে ক্রমশ চাপ বাড়তে শুরু করেছিল কোচ হাবাসের। ঠিক সেই সময়েই সেই কৃষ্ণার হাত ধরে তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরলেন হাবাস। গোয়াকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে (৬ ম্যাচ খেলে) লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা।
দ্বিতীয়ার্ধের শুরুটাও দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু এটিকে মোহনবাগানের তুলনায় আক্রমণের ঝাঁজ বেশি ছিল এফসি গোয়ার। ব্র্যান্ডন মাঠে নামার পর আক্রমণ বেড়ে যায়। গোলকিপার অরিন্দম বেশ কিছু গোলের শট বাঁচান। না হলে যেকোনও সময় পিছিয়ে পড়তে পারত, এমনকি হারতেও পারতো এটিকে মোহনবাগান। তবে শেষপর্যন্ত গোলমুখ খুললেন সেই রয় কৃষ্ণই। কাউন্টার অ্যাটাকে একেবারে গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন রয় কৃষ্ণ। শেষপর্যন্ত তাঁকে ফাউল করতে বাধ্য হন এফসি গোয়ার ডিফেন্ডার। স্বভাবতই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যা থেকে এটিকে মোহনবাগানকে জয় এনে দেন রয় কৃষ্ণ।