হায়দরাবাদ এফসি – ৩ (স্যান্টানা-২, নার্জারি)
এসসি ইস্টবেঙ্গল – ২ (মাঘোমা)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গোল খরা কাটল। কিন্তু জয় এল না এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার গোয়ার তিলক ময়দানে আইএসএলে নিজেদের পঞ্চম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেও ফাউলার বাহিনীর কাছে জয় অধরাই থাকল। এগিয়ে থেকেও হারতে হল ৩-২ গোলে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ খেলে লাল-হলুদ শিবির চারটিতে হেরেছে। ড্র করেছে একটিতে। ১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার একেবারে শেষে ফাউলারের ছেলেরা।
এদিন জয় পেতে শুরু থেকেই ইস্টবেঙ্গল ছিল মরিয়া। যদিও প্রথমার্ধের প্রথম কুড়ি মিনিট ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণ করে চাপে রেখেছিল হায়দরাবাদ। দেবজিৎ কিছু সেভ না করলে প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের অন্তত দু গোল হজম করার কথা। ২৬ মিনিটে পিলকিংটনের বাড়ানো বল নিখুঁত শটে সেন্টার করেন মাত্তি। যেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি জো মাঘোমা। চলতি টুর্নামেন্টে প্রথম গোলের পরই খেলায় গতি বাড়ে লাল-হলুদের। কিন্তু ৪৩ মিনিটে বক্সের ভিতর ফাউল করে বসেন সেহনাজ সিং। তবে অ্যাড্রিয়েন স্যান্টানার পেনাল্টি শট আটকে দেবজিৎ হয়ে উঠেছিলেন সেভজিৎ। কিন্তু পরে আর মুহূর্তে দলকে চাপে ফেলে দিয়েছিলেন স্যান্টানা। পেনাল্টি নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে স্যানটানা প্রায়শ্চিত্ত করলেন দুদুটি গোল করে।
৫৬ মিনিটে গোল করে হায়দরাবাদকে সমতায় ফেরান স্যান্টানা। তার ঠিক পরেই ফের গোল। পরপর দুটি গোল হায়দাদকে এগিয়ে দেন। পরে আক্রমণের আরও ঝাঁঝ বাড়ায়। ৬৮ মিনিটে নার্জারি গোল করে হায়দরাবাদকে ৩-১ গোলে এগিয়ে দেন। মাঘোমা ৮১ মিনিটে গোল করে ব্যবধান (৩-২) কমান মাঘোমা।