গোলরক্ষকের ভুলে গোল, টানা ৭ বার ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

0

এটিকে মোহনবাগান – ২(বুমোস ও মনবীর)

ইস্টবেঙ্গল – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আবার হার! শনিবার আইএসএলের ডার্বি ম‍্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। আর এই হারের জন‍্য ভিলেন হয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কমলজিত। গোলদাতা বুমোস ও মনবীর সিং। প্রসঙ্গত উল্লেখ‍্য এই নিয়ে টানা ৭ বার ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান।

এদিন ম‍্যাচের শুরু থেকেই মোহনবাগানের বল পজিশন বেশিই ছিল। তবে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল নিজেদের দুর্বলতা কাটিয়ে লড়াই করে গিয়েছে। লার-হলুদ শিবিরের এই লড়াই ছিল প্রথমার্ধেই বেশি। কোচ স্টিফেন জানেন তাঁদের ডিফেন্স খুবই দুর্বল। আর সেটা মাথায় রেখে নিজেদের রক্ষণ সামলে প্রতি আক্রমণে উঠে গিয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। একটা গোলের সুযোগও তৈরি করে ফেলেছিল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সেই ভাবে লড়াইটা করতে পারেনি। বরং এটিকে মোহনবাগানের দাপট বেশি ছিল। প্রথম গোলটার জন্য ইস্টবেঙ্গলের গোলকিপার কমলজিৎ সিংহকে সম্পূর্ণ ভাবে দায়ী করা যেতেই পারে। কমলজিতের ভুলে ম‍্যাচের ৫৬ মিনিটে গোল করেন বুমোস। দূর থেকে গোল লক্ষ্য করে নীচু শট নিয়েছিলেন তিনি। কমলজিৎ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা বাঁচালেও বল হাতে লেগে গোলে ঢুকে যায়। কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয় গোল ঈরেন মনবীর সিংহ। দু-দুটি গোল খাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইস্টবেঙ্গল। হেরে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here