গাড়ি সংর্ঘষের জের? আক্রান্ত আইএফএ জিবি মেম্বার আদিত‍্য ডালমিয়া

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩১ মে : বেহালার চৌরাস্তার মোড়ের কাছে আক্রান্ত আইএফএ-এর গভর্নিং বডির নবাগত সদস‍্য আদিত‍্য ডালমিয়া। তাঁর আরও একটা পরিচয় আছে, সেটা হল, এই আদিত‍্য হলেন বৈশালী ডালমিয়ার ছেলে অর্থাৎ জগমোহন ডালমিয়ার একমাত্র নাতি। অভিযোগ, এদিন রাস্তায় তাঁকে বেধরক মারধর করে এক দল দূস্কৃতি। আদিত‍্যর মা বৈশালী ডালমিয়ার অভিযোগ,”আমার ছেলেকে এক দল দুস্কৃতি জঘন‍্য ভাবে মারধর করেছে। রক্তপাতও হয়েছে। দুস্কৃতিদের মধ‍্যে একজন নিজের জামা খুলে ছেলের গলায় পেঁচিয়েও ধরে। পরে জানতে পারি ছেলের পেটে কাচও ঢুকে যায়। বেহালা থানায় অভিযোগ জানিয়েছি। তবে কে বা কারা এমন মারধর করল জানতে পারিনি।”

ঘটনার এক প্রত‍্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাড়ে দশটা নাগাদ পারিজাত লাহা বলে জনৈক ব‍্যক্তি তার স্ত্রী, ছেলে ও মাসিকে নিয়ে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। বেহালা চৌরাস্তা থেকে জেমস লঙের দিকে যাওয়ার সময় পারিজাতের গাড়ির সঙ্গে আদিত‍্য ডালমিয়ার গাড়ির সংঘর্ষ হয়। তাই নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হয়। তারপরেই মারধর শুরু হয়। আদিত‍্য নিজে মার খেয়েছেন শুধু তা নয়, তিনিও নাকি মারতে গিয়েছিলেন বলে অভিযোগ শোনা যাচ্ছে। তবে ঘটনার সময় আরও বেশ কিছু ছেলে কিভাবে জড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। আদিত‍্যর গাড়ির লুকিং গ্লাস, ওয়াইপার ভেঙে দেওয়া হয়।

এদিকে, আদিত‍্য ডালমিয়া নিগৃহীত হওয়ার পরে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন রাজ‍্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এই মারধরের ঘটনায় তৃণমুলের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আদিত‍্য ডালমিয়ার আহত হওয়ার ছবি ও নিজের বক্তব‍্য টুইট করে তৃণমূলের কিছু দুস্কৃতির কথা উল্লেখ করেছেন। তবে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বৈশালী ডালমিয়া শুধু দুস্কৃতির কথায় উল্লেখ করেছেন। তৃণমূলের কথা বলেননি। যারাই আদিত‍্যকে মারধর করেছে,নিরপেক্ষ ভাবে পুলিশ তাদের গ্রেফতার করবে আশা করা যায়।

উল্লেখ‍্য, এক বছর আগে রাজস্থান ক্লাব থেকে প্রথম আইএফএ-এর গর্ভনিং বডিতে এসেছেন আদিত‍্য। খেলার মাঠে আসার ক্ষেত্রে তার মামা অভিষেক ডালমিয়ার (সিএবি সভাপতি) বিশেষ ভূমিকা আছে। আইএফএ-এর গর্ভনিংবডির কমিটিতে জগমোহন ডালমিয়ার নাতি আদিত‍্যই হলেন কনিষ্টতম সদস‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here