ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৫ মে : ক্রিকেট দুনিয়ায় ফের নক্ষত্রপতন। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের। শেন ওয়ার্নের মৃত্যুর পর অজি তারকা সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত,টাউন্সভিল থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে হার্বে বেঞ্চ শহরে সাইমন্ডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর সেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ বছর বয়সী সাইমন্ডসের। কুইন্সল্যান্ড পুলিশ সাইমন্ডসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে খবর। প্রাক্তন সতীর্থের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেসপিরা ৷
২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। বার্মিংহ্যাম-জাত এই অজি ক্রিকেটার অনুরাগীদের কাছে জনপ্রিয় একদিনের ক্রিকেটর জন্যই৷ মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, বিশ্বস্ত বোলার একইসঙ্গে দক্ষ ফিল্ডার ৷ অলরাউন্ড ক্রিকেটার বলতে যা বোঝায়, সাইমন্ডস তাই ছিলেন। ১৯৮টি ওয়ান-ডে ম্যাচে ছ’টি শতরান সহযোগে ৫ হাজারের বেশি রান এবং ১৩৩টি উইকেট ছিল তাঁর ঝুলিতে ৷