গাব্বায় ‘গাড্ডায়’ অস্ট্রেলিয়া, ভারতের দুরন্ত সিরিজ জয়

0

◆অস্ট্রেলিয়া: ৩৬৯ ও ২৯৪
◆ভারত: ৩৩৬ ও ৩২৯/৭ (গিল-৯১, পূজারা-৫৬, পন্থ-৮৯*)
◆তিন উইকেটে জয়ী ভারত

ইনসাইড স্পোটাসের প্রতিবেদন, ১৯ জানুয়ারি : গাব্বায় ‘গাড্ডায়’ পড়ে লজ্জায় মুখ ঢেকেছে অস্ট্রেলিয়া ক্রিকেট। আজ,মঙ্গলবার ভারতীয় ক্রিকেটে এক ইতিহাসের দিন। প্রথমবার এই গাব্বা মাঠে জিতল ভারত। ৭ টেস্ট খেলে প্রথম জয়। একটি ড্র। হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে এই জয়ের ফলে বর্ডার–গাভাসকার ট্রফি রইল ভারতেরই দখলে। ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অসিদের বিরুদ্বে সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। নি:সন্দেহে ভারতের এই জয় ঐতিহাসিক সিরিজ জয়।

আজ পঞ্চম দিনের শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত ৷ মাত্র ৭ রান করে প‍্যাট কামিন্সের বলে উইকেটের পিছনে ক্য়াচ দিয়ে ফিরে যান সহ অধিনায়ক রোহিত ৷ তবে, এখান থেকেই লড়াই শুরু করেন অস্ট্রেলিয়া সফরে অভিষেক হওয়া শুভমন গিল (৯১) এবং চেতেশ্বর পূজারা (৫৬) ৷ আজ শুরু থেকেই শুভমান গিল নিজের সাধারণ খেলা খেললেও, রক্ষণাত্মক ভঙ্গিতে ইনিংস শুরু করেন পূজারা ৷ প্রথম ১০০ বলে মাত্র ১১ রান করেন তিনি ৷ চা বিরতির পর আউট হওয়ার আগে তিনি ২১১ বল খেলে ৫৬ রান করেন। ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল ৷ শুভমন ও পূজারা ছাড়াও ভারতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইংনিস খেলেন ঋষভ পন্থ। তিনি ১৩৮ বলে ৮৯ রান করেন ৷ ঋষভ ম‍্যাচের সেরা হয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প‍্যাট কামিন্সের ৷ তিনি ৪ উইকেট নিয়েছেন৷ ২ উইকেট নেন অফ স্পিনার নাথন লায়েন।

ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৩ রানে পিছিয়ে থাকলেও, ভারতীয় অনভিজ্ঞ তরুণ বোলিং লাইন আপের দুর্দান্ত পারফরম্যান্সে ম‍্যাচে ফিরে আসে ভারত ৷ ২৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ টেস্ট কেরিয়ারে নিজের প্রথম ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ।
তিন ওভার বাকি থাকতে ৪ উইকেটে ব্রিসবেনের গাব্বায় টেস্ট জিতে নিল রাহানের ভারত। ২-১ ফলে জিতে বর্ডার-গাভাসকার ট্রফি নিয়ে বাড়ি ফিরবেন রাহানেরা। ম্যান অব দ্য ম্যাচ ঋষভ পন্থ এবং ম্যান অব দ্য সিরিজ প্যাট কামিন্স।
সৌরভ গাঙ্গুলির সময়ে বিদেশে টেস্ট জেতার অভ্যেস শুরু। তারপরে দ্রাবিড়, কুম্বলের নেতৃত্বেও অবিস্মরণীয় কীর্তি আছে ভারতের। কিন্তু আজকের এই জয় ভারতের এত বছরের টেস্ট ম্যাচের ইতিহাসে সম্ভবত অন‍্যতম সেরা। ৩৬ রানে অলআউট থেকে ২-১ ফলে সিরিজ জয়, এমন অসম্ভব এক বৃত্ত সম্পূর্ণ করলেন কারা? শার্দূল ঠাকুর, টি নটরাজন, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি। ক’জন ভারতীয় এই পাঁচজনের নাম এর আগে জানতেন সন্দেহ। এঁরা বুঝিয়ে দিলেন, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য তাঁদের নির্বাচন করে কোনও ভুল করেননি বোর্ডের নির্বাচকরা। দলে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে তদন্তের দাবি উঠতেই পারে। কিন্তু বিরাট কোহলি, সামি, ইশান্ত, জাদেজা, বুমরাদের ছাড়াও যে কঠিন ম‍্যাচ জেতা যায় প্রমাণ দিলেন ভারতের এক ঝাঁক তরুণ ক্রিকেটাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here