গড়ের মাঠে জোর গুঞ্জনঃ IFA ছাড়লেও সিএবির আঙ্গিনায় স্বমহিমায় dafa NEWS

0

◆সন্দীপ দে◆

গড়ের মাঠে চাপা গুঞ্জন। খেলা ছেড়ে এখন একটাই আলোচনার বিষয় dafa NEWS কে কেন্দ্র করে। ২০২২ সালে মোটা টাকার বিনিময়ে কলকাতা ফুটবল লিগের জন‍্য স্পনসর হিসেবে IFA এর সঙ্গে গাঁটছড়া বেঁধেই ফেলেছিল dafa NEWS। কিন্তু এত কিছুর পরও কলকাতা ফুটবলে শুরু করতে যাওয়ার মুখেই dafa NEWS কে বিদায় নিতে হয়েছিল। কারণ, এই dafa NEWS এর আড়ালে আছে তাদের অন লাইন জুয়া খেলা। যার পোষাকী নাম dafabet. আর তার জেরে কলকাতার ফুটবলে একাংশ গেল গর রব তুলে বসেছিল। এর ফলে কলকাতার ফুটবলে dafa NEWS এর আর পৌঁছনো গেল না।

IFA তে দাফার জায়গা না হলেও বাংলার রাজ‍্য ক্রিকেট সংস্থা CAB এর আঙ্গিনায় স্বমহিমায় বিরাজ করছে দাফা নিউজের লোগো। প্রসঙ্গত উল্লেখ্য, এবার বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট টুর্নামেন্টের অন‍্যতম স্পনসর হল দাফা নিউজ। মাঠের বিজ্ঞাপনের বিল বোর্ড,ফ্লেক্সে, ম‍্যাচের স্কোর বোর্ড – সব জায়গায় জ্বলজ্বল করছে দাফা নিউজ।

রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থা IFA থেকে কেন শুরুতেই বেড়িয়ে গিয়েছিল দাফা নিউজ? এই ব‍্যাপারে IFA সচিব অনির্বান দত্তকে প্রশ্ন করলে তিনি ছোট্ট উত্তর দেন। “ক্রীড়ামন্ত্রীর আপত্তি থাকায় আমরা দাফাকে ছেড়ে দিয়েছিলাম।”


অনির্বানবাবু স্পষ্ট ভাবে সহজ কথা সোজা বলেছেন। কিন্তু CAB এর নতুন টুর্নামেন্টে দাফা নিউজের উপস্থিতি কি প্রমাণ করে? এই টুর্নামেন্টের মুখ হচ্ছেন সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামী। কোটি কোটি টাকার টুর্নামেন্ট। IFA তে দাফা নিউজের আসা নিয়ে ময়দানের একটা অংশ যেভাবে ‘বিপ্লব’ শুরু করেছিল আজ তারা চুপ কেন? ময়দানে প্রশ্ন উঠে গিয়েছে। সিএবির অন্দরমহলে কান পাতুন, চুপিসাড়ে দাফা নিউজ নিয়ে আলোচনা কিন্তু শুনবেনই। কিন্তূ প্রকাশ‍্যে দাফা নিউজ নিয়ে মুখ বন্ধ। ‘দাদা’র স্বপ্নের প্রোজেক্ট এই টুর্নামেন্ট। কাজেই ‘মনের প্রশ্ন, মনেই থাক।’

বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট টুর্নামেন্টটি আসলে আরিভা নামক একটি কোম্পানির অধীনে। বেঙ্গল প্রো টি২০ টুর্নামেন্ট পরিচালনার জন‍্য CAB এর সঙ্গে এই আরিভা কোম্পানির দশ বছরের চুক্তি হয়েছে। প্রত‍্যেক বছর মোটা টাকা CAB কে দেবে সংশ্লিষ্ট কোম্পানি। কাজেই এই বেঙ্গল প্রো টি২০ টুর্নামেন্ট পরিচালনার জন‍্য যাবতীয় খরচ সেই কোম্পানির। কিন্তু প্রশ্ন অন‍্য জায়গায়,তা হল দাফা নিউজের মতো বিতর্কিত সংস্থার স্পনসর নেওয়ার অনুমোদন CAB কেন দিল? নাকি নিয়ম মেনেই অনুমোদন দিয়েছে? BCCI -এর সংবিধানে কি আছে? BCCI কি মান‍্যতা দেয়? স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয় এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর সোবিস্কোর ভূমিকা নিয়েও। এই সোবিস্কো সংস্থাটি টুর্নামেন্টের টাইটেল স্পনসর হওয়া সত্বেও একই টুর্নামেন্টের মালদা দলটাকে কিনেছে। এটাও তো ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’-এর মধ‍্যেই পড়ে নাকি! অনেকের কাছেই স্পষ্ট নয়। সিএবি সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। তাঁর প্রতিক্রিয়া পেলে অবশ‍্যই আমরা তুলে ধরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here