গড়াপেটা! আদালতে যাওয়ার হুমকি মদনের,স্বাগত জানালেন IFA সচিব অনির্বান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গড়ের মাঠের লিগে প্রথমবার অংশ নিয়েই বিতর্কর সৃষ্টি করে বসলেন রাজ‍্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তাঁর বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবের প্রিমিয়ার ডিভিশনে ওঠার রাস্তা বন্ধ হওয়ার পরই তাদের বিরুদ্ধে মহমেডান এসি ওয়াকওভার দেওয়া, গড়াপেটা এবং অবৈধ ফুটবলার খেলানোর অভিযোগ তুলে রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএকে এক হাত নিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার ফেসবুক লাইভ করে আইএফএ-এর মুন্ডপাত করে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন মদন।

কি তাঁর অভিযোগ? প্রথমত, তাঁর দলের বিরুদ্ধে মেসারার্স ক্লাব কাস্টমসের ফুটবলার খেলিয়ে অন‍্যায় করেছে। দ্বিতীয়ত,একটা দল (অনুশীলনী) দুটি ম‍্যাচে গড়াপেটা খেলে ১৩টি গোল করেছে। তৃতীয়ত, শেষ ম‍্যাচে যে দলের বিরুদ্ধে খেলে বেশি গোল করে গোল অ‍্যাভারেজে এগিয়ে যাওয়ার লক্ষ‍্য ছিল,সেই মহমেডান এসি দল মাঠেই এল না। ওয়াকওভার দিয়ে বসল। এ নাকি সবই চক্রান্ত করে বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবকে প্রিমিয়ারে ওঠার চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে যাওয়ার রাস্তা আটকে দিয়েছে। এর বিচার চায়তে গিয়ে আইএফএ-এর কড়া সমালোচনা করলেন মদন মিত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম ডিভিশনে খেলা বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাব অনুশীলনী ক্লাবের কাছে গোল পার্থক‍্যে পিছিয়ে পড়ায় এবছর আর প্রিমিয়ারে ওঠার সুযোগ হারিয়েছে। আর তারপরেই মদনের মেজাজ সপ্তমে। মদন ফেসবুক লাইভে বলেছেন,”একটা দল ৯ ম‍্যাচে দশটি গোল করেছিল। আর সেই দলের ১১ ম‍্যাচে গোলের সংখ‍্যা দাঁড়ায় ২৩টি। ও লাভলি। কি নিকৃষ্ট উদাহরণ। সুতারকিন স্ট্রিটে আইএফএ বলে একটি অফিস আছে। তৃণমৃল যদি সরকারে না থাকত তাহলে কবে মিলেনিয়াম পার্কের গঙ্গায় ফেলে দিতাম। আমি আইএফএতে যাব। পশ্চিমবঙ্গে যদি কোন মায়ের লাল থাকে, আমার সঙ্গে যেন মোকাবেলা করে। এর আগে আইএফএ-এর একটি ক্রেডিট ছিল ১১৩টি গোলের। এবার আমি সুতারকিন স্ট্রিটে যাব। আইএফএ অফিসের সামনে গোল পোষ্ট বেঁধে ২২৬টি গোল দেব। আইএফএ কর্তারা দেখবে। প্রয়োজনে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্টে যাব। ফিফায় যাব। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যাব। এর শেষ দেখে ছাড়বো।”

এখানেই থামেননি মদন। তিনি মহমেডান এ সি- নাম না করে বলেন,”একটা দল আমাদের বিরুদ্ধে খেলতে মাঠেই নামল না। তার জন‍্য সেই দলের কেন শাস্তি হবে না? কেন তাদের ব্ল‍্যাক লিস্ট করা হল না? কি ব‍্যবস্থা নিয়েছে আইএফএ? আমি ষষ্ঠীদার কাছে আবেদন করব। অনির্বান দত্তকে অনুরোধ করব। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আবেদন করব। স্বরূপ, সুজিত বসু,অভিষেক ব‍্যানার্জিকেও জানাবো। আমার অন‍্যায়টা কি? আমাদের বিচার হওয়ার আগে আজকের গভর্নিং বডির সভা হয় কি করে? কেন তদন্ত কমিশন হল না?” প্রসঙ্গত,মদন মিত্র জানতেনই যে এদিন গভর্নিং বডির কোনও সভাই ছিল না।

এদিকে মদন মিত্রর বিস্ফোরক মন্তব‍্য শুনেও ‘কুল’ ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। একই সঙ্গে মদন মিত্রর দুটি অভিযোগ কার্যত উড়িয়েই দিয়েছেন অনির্বান। শুধু গড়াপেটার অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করতে চলেছেন। আইএফএ অফিসটাকে গঙ্গায় ফেলে দেবেন বলেছেন মদন মিত্র। প্রশ্নটা করতেই অনির্বান দত্ত বলেন,”মদনদার অসীম ক্ষমতা। আমার সীমিত ক্ষমতা। তবে যতদিন আইএফএ-এর সচিব পদে আছি ততদিন আমি অ‍্যাসোসিয়েশনকে ভাল রাখার চেষ্টা করব। আমি সমস্ত ক্লাবের পাশে থাকব। শুধু একটি ক্লাবের কথা ভাবতে যাব কেন?”
পরে তিনি আরও বলেন যে,”মদনদার সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভাল। আমি তাকে শ্রদ্ধা করি। তিনিও আমাকে স্নেহ করেন। কিন্তু এই সচিবের চেয়ারে বসে ব‍্যক্তিগত সম্পর্ক অগ্রাধিকার পেতে পারে না। সকল ক্লাবের পাশেই আমি আছি,থাকব।”

অনির্বান বলেন,”মেসারার্সের হয়ে খেলা ফুটবলারের বিরুদ্ধে যে অভিযোগ বেলঘরিয়া অ‍্যাকাডেমি করছে তা ঠিক নয়। আর মহমেডান এসির কর্তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। ওরা জানিয়েছিল, দলের অবস্থা খুব খারাপ। আগের ম‍্যাচ জঘন‍্য খেলে হেরেছে। শেষ ম‍্যাচটি খেলে আর লজ্জা বাড়াতে চায় না। আর গড়াপেটা নিয়ে আমরা তদন্ত কমিটি গড়ছি। খতিয়ে দেখা হবে।”

মদন মিত্র তো আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন? জবাবে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন,”আমি স্বাগত জানাচ্ছি। কেউ যদি মনে করেন তাঁদের বিরুদ্ধে অন‍্যায় হয়েছে,তাহলে আদালতে যেতেই পারেন। আদালত যে সিদ্ধান্ত নিক না কেন, আইএফএ তা মেনে নেবে। কখনও চ‍্যালেঞ্জ করব না।”

এদিন সিএফএল কমিটির সভায় আইএফএ সহসভাপতি স্বরূপ বিশ্বাস প্রস্তাব দিয়েছিলেন যে,মদন মিত্রর তোলা গড়াপেটার অভিযোগ খতিয়ে দেখার জন‍্য লালবাজারকে দায়িত্ব দেওয়া হোক। তবে স্বরূপের সেই প্রস্তাবে নিমরাজি অনির্বান দত্ত। টালিগঞ্জ-পিয়ারলেস বিতর্কিত ম‍্যাচের তদন্তের ভার লালবাজারকে কেন দেওয়া হয়েছিল? সভার শেষে এই বিষয়ে অনির্বান বলেন,”ওই ম‍্যাচটা নিয়ে বেটিং এর অভিযোগ উঠেছিল। আর মদনদার গড়াপেটার অভিযোগটা হল ময়দানের সেই পুরনো পয়েন্ট ছাড়ার পুরনো ময়দানি গড়াপেটা। তাই পুলিশ দিয়ে তদন্তর প্রয়োজন আছে বলে মনে করি না। তবে তদন্ত হবে। নিরপেক্ষ ভাবেই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here