খোলা ময়দানে ১১ মাস পর ক্রিকেট শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : ময়দানে ফের ক্রিকেট শুরু। ১১ মাস পর। সিএবি দেড় মাস আগে বেঙ্গল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল ঠিকই। কিন্তু সেই টুর্নামেন্ট ইডেনে হয়েছিল কয়েকটা দল নিয়ে। এবার ছবিটা আলাদা। প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে দুটি টি-২০ ক্রিকেটে অংশ নিচ্ছে ২৮ টি ক্লাবের ৭২৫ জন ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই গড়ের মাঠের ক্রিকেট মহলে খুশির হাওয়া। দম বন্ধ হওয়া পরিবেশ থেকে আপাতত স্বস্তির হাওয়া।

এবার করোনার কারণেই সিএবি লিগ না করলেও দু-দুটি টি-২০ টুর্নামেন্ট শুরু করতে পারলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। প্রথম ডিভিশনের জন‍্য জে সি মুখার্জি ট্রফি এবং দ্বিতীয় ডিভিশনের জন‍্য এন সি চ‍্যাটার্জি ট্রফি (দুটোয় টি-২০) শুরু হল শনিবার।

কালিঘাট মাঠে মহমেডান স্পোর্টিং – ডালহৌসি ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হল জে সি মুখার্জি ট্রফি। আর রাজস্থান মাঠে শিবপুর ইনস্টিটিউট ও সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হল এন সি চ্যাটার্জি ট্রফি। দুটি ম‍্যাচেই রুপোর কয়েন দিয়ে টস করা হয়।

তবে কোভিডের জন‍্য নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই টুর্নামেন্ট শুরু করেছে সিএবি।

উদ্বোধনী দুটি টুর্নামেন্টের দুই উদ্বোধনী ম্যাচেই উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সহ সভাপতি নরেশ ওঝা, সচিব স্নেহাশিস গাঙ্গুলি, কোষাধ্যক্ষ দেবাশিষ গাঙ্গুলি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here