খেলোয়াড়দের প্রশাসনে আসা সব সময়ই ভালঃ সৌরভ গাঙ্গুলি

0

◆পার্ক হোটেলে সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেনের সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলি ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এআইএফএফের আসন্ন নির্বাচনের আগে কল‍্যাণ চৌবে ও বাইচুং ভুটিয়াকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের অন‍্যতম সফল অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুক্রবার সেনকো গোল্ডের এক অনুষ্ঠানে এসে এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেন,”বাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবে এআইএফএফ নির্বাচনে লড়াই করছে। ওদের দুজনকেই আমার শুভেচ্ছা রইল। আমি মনে করি, খেলোয়াড়দের প্রশাসনে আসা সবসময়ই ভাল। খেলার উন্নতিতে এটা সাহায্য করবে। তাঁদের খেলা সম্বন্ধে বোধ, জ্ঞান অনেক বেশি। এতে ভালই হবে। যেই জিতুক, আশা করছি ওরাও ভাল কাজ করবে।” তিনি সাংবদিকদের কাছে জানতে পারেন রবিবার ফুটবল মরসুমের প্রথম ডার্বি ম‍্যাচ। সৌরভ বলেন, “আমি ওই দিন দবাইতে থাকব। ক্রিকেটের ডার্বি ম‍্যাচ আছে। তবে ফুটবলের ডার্বি ম‍্যাচের জন‍্য দুই দলকে আমার শুভেচ্ছা রইল।”

সৌরভ গাঙ্গুলি গত আট বছর ধরে সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডের ব্র‍্যান্ড অ‍্যাম্বাসাডর। এদিন DG GOLD (অন লাইনে সোনা বিক্রি) উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে পার্ক হোটেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ। তিনি থাকবেন অথচ ক্রিকেট নিয়ে কথা হবে না সে তো হতে পারে না। আগামী রবিবার দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটে ভারত- পাকিস্তান ম‍্যাচ। কোন দলকে এগিয়ে রাখছেন তিনি? সৌরভ বলছিলেন, ‘যারা নিয়মিত ভারত-পাকিস্তান ম্যাচ খেলে, তাঁদের কাছে এটা আলাদা কিছু নয়। তবে কখনও সখনও চাপ একটা তৈরি হয়। সব কিছুতেই চাপ থাকে। এই ম‍্যাচেও চাপ থাকবে। তবে আমি এই ম‍্যাচে কোনও দলকেই ফেবারিট ধরছি না। যে কেউ জিততে পারে”

পাকিস্তানের তো শাহিন আফ্রিদি নেই। এটা তো ভারতের পক্ষে সুবিধা। সৌরভ তখন বলেন,”আমাদেরও তো বুমরা নেই। সেটাও তো আমাদের কাছে বিরাট ক্ষতি। একটা খেলোয়াড় পার্থক‍্য গড়ে দিতে পারে না। যে ভাল খেলবে তারাই জিতবে।”

দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি। বিরাট সম্পর্কে সৌরভ বলেন,” ‘বিরাট অনেক বড় ক্রিকেটের। বহুদিন ধরে খেলছে। নিশ্চয়ই ও নিজের অফ ফর্ম নিয়ে ভাবছে। আশাকরি এশিয়া কাপে বিরাট ভালো খেলবে।’

এদিন, অন লাইনে সোনা কেনার নতুন অ‍্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনকো গোল্ড অ‍্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন। সেনকোর অন লাইনে সোনা কেনার পরিকল্পনা বাস্তবায়নকে স্বাগত জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here