খেলোয়াড়দের টিকা দিতে এগিয়ে এল আইএফএ ও সিএবি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৩ জুন : খেলোয়াড়দের বিনামূল‍্যে টিকা দেওয়ার ব‍্যবস্থা করল আইএফএ ও সিএবি। কিছুদিন আগেই বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব‍্যানার্জির উদ‍্যোগে বিনামূল‍্যে খেলোয়াড়, কর্তাদের টিকা দেওয়া হয়েছে। এবার রেজিস্টার্ড ফুটবলার ও ক্রিকেটারদের টিকা দেবে আইএফএ ও সিএবি।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএফএ টিকা দান কর্মসূচি শুরু করবে। উল্লেখ্য, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্দেশ ছিল, এবারের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে হলে সংশ্লিষ্ট ফুটবলারকে টিকা নেওয়াটা বাধ‍্যতামূলক। আইএফএ-এর এই মূহুর্তে আর্থিক অবস্থা ভাল না থাকায়, সচিব জয়দীপ মুখার্জি কলকাতা কর্পোরেশনের সাহায‍্য নিয়ে আপাতত টিকা দানের ব‍্যবস্থা করতে পেরেছেন। তবে কলকাতা লিগের পঞ্চম ডিভিশন থেকে চতুর্থ ডিভিশনের কোনও ফুটবলার টিকা নিতে পারবেন না। টিকা নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এখনও পযর্ন্ত ১৮ বছরের কম বয়সীদের অনুমতি দেয়নি। অতএব, প্রিমিয়ার থেকে তৃতীয় ডিভিশনের ফুটবলাররাই একমাত্র টিকা নিতে পারবেন।

সমস‍্যা আরও আছে। বাস-ট্রেন না চলায় জেলার ফুটবলাররা এই টিকা নিতে আসতে পারবেন না। যে সমস্ত ফুটবলাররা টিকা নিতে আসতে পারবেন না তাদের জন‍্য জুলাই মাসে আর একবার টিকা দানের ব‍্যবস্থা করবেন বলে আইএফএ সচিব সিদ্ধান্ত নিয়েছেন। রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থা থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার,শুধু ফুটবলার নয়, রেফারি ও ময়দানের বিভিন্ন ক্লাবের মালিরাও টিকা নিতে পারবেন।

একই দিনে, ইডেনে ক্রিকেটারদের টিকা দানের ব‍্যবস্থা করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। কদিন আগে সাংসদ শান্তনু সেনের সাহায‍্যে সিএবি ২ হাজার টিকা পাচ্ছে সিএবি। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই ক্রিকেটারদের টিকা দেওয়া হবে বলে সিএবি-এর পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ‍্য,দেড় মাস আগেও সিএবি, ময়দানের ক্লাব কর্তদের টিকা দেওয়ার ব‍্যবস্থা করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here