ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কলকাতা,১১ অক্টোবর : সব জটিলতা কেটে গেল। খেলা হচ্ছে। হ্যাঁ, মহাসপ্তমীর দুপুরে কল্যাণী স্টেডিয়ামেই কলকাতা লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস। তবে এই ম্যাচটা হবে দর্শকশূন্য গ্যালারিতে। পর্যাপ্ত সংখ্যায় পুলিশ না পাওয়ায় নিরাপত্তার কারণেই দর্শক শূন্য মাঠে লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি হচ্ছে।
গতকাল এই ম্যাচ হওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। প্রথমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের তারিখ (১২ ও ১৮ অক্টোবর) ঘোষণা করেছিল আইএফএ। কয়েক ঘন্টার মধ্যে নদীয়া জেলা পুলিশ বেঁকে বসে। সপ্তমীর দিন মাঠে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় নদীয়া জেলা পুলিশ। সমস্যায় পড়ে যায় আইএফএ। আজ, সোমবার এই বিষয় নিয়ে মহমেডান ও ইউনাইটেড স্পোর্টসের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। বৈঠকে সিদ্ধান্ত হয়, যেহেতু পুলিশ পাওয়া যাচ্ছে না,তাই দর্শক শূন্য মাঠেই খেলা করতে হবে। দর্শক শূন্য মাঠে খেলতে রাজি হয়ে যায় মহমেডান ও ইউনাইটেড স্পোর্টস।
এই বিষয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল পুজোর আগে লিগ শেষ করব। কিন্তু ডুরান্ড কাপ হওয়ায় মাঠ পাইনি। আগামীকালের ম্যাচ করতে পারছি। পুলিশ সেই ভাবে আমরা পাচ্ছি না। তাই দর্শক শূন্য মাঠেই আমরা ম্যাচ করছি। এই ব্যাপারে কল্যাণী স্টেডিয়াম পাওয়ার ক্ষেত্রে নীলিমেশ রায়চৌধুরী খুব সাহায্য করেছেন। ধন্যবাদ জানাবো মহমেডান ক্লাবের কর্তাদেরও। ওরা ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছিল। ট্রেনের টিকিটও কেটে ফেলেছিলেন। টিকিট ক্যানসেল করে মঙ্গলবার ম্যাচ খেলতে রাজি হয়েছে মহমেডান। এবারের লিগে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের কাছ থেকে কোনও সহযোগিতা আইএফএ পায়নি। কিন্ত মহমেডান প্রথম থেকেই আমাদের পাশে আছে। ফাইনাল ম্যাচটা ১৮ বা ১৯ অক্টোবর হতে পারে”
মহমেডানের কর্তা কামরুদ্দিন জানান,”আমাদের অনেক সমস্যা আছে। তবু ফুটবলের স্বার্থে, আইএফএ ও ইউনাইটেডের স্বার্থে ম্যাচটা খেলতে রাজি হলাম। আমরা আনন্দের সঙ্গেই আগামীকাল খেলব।”
ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য বলেন,”সপ্তমীর দিন ম্যাচ হচ্ছে, এটাই অনেক বড় প্রাপ্তি। পুলিশ সেই ভাবে পাওয়া যাবে না। তাই দর্শক শূন্য মাঠে ম্যাচ হবে। ঠিক আছে,সমস্যা নেই। ম্যাচটা হওয়ার জন্য আইএফএ ও মহমেডান ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের কলকাতা লিগের ফাইনালে পৌঁছে গিয়েছে রেলওয়ে এফসি। কাল,মঙ্গলবার মহমেডান ও ইউনাইটেড স্পোর্টসের মধ্যে বিজয়ী দল ফাইনালে খেলবে রেলওয়ে এফসির বিরুদ্ধে।